Advertisement
Advertisement
CM Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর নয়া নিরাপত্তা উপদেষ্টা কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি, মন্ত্রিসভায় মিলল অনুমোদন

মূলত সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন তিনি।

Former Karnataka top Cop to be CM Mamata Banerjee's new security advisor | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 25, 2023 10:51 am
  • Updated:July 25, 2023 10:51 am  

নব্যেন্দু হাজরা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি রূপক কুমার দত্তের নিয়োগে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করলেও সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁর নিয়োগ সরকারি ভাবে অনুমোদিত হয়।

কর্ণাটক পুলিশের (Karnataka Police) প্রাক্তন ডিজির পাশাপাশি রূপক কুমার দত্তের আরেকটি পরিচয় হল তিনি সিবিআইয়ের প্রাক্তন স্পেশ্যাল ডিরেক্টরও। তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, মূলত সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ে মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) পরামর্শ দেবেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ফের বগটুই গ্রামে আগুন, তৃণমূল সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফিরল আতঙ্ক]

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণের দিন কালীঘাটে মমতার বাড়ির সামনে থেকে শেখ নুর ‌আমিন নামে এক সন্দেহভাজনককে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে সশস্ত্র ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মধ্যে ঢুকে পড়েছিলেন। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। যে ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারই মধ্যে নয়া নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্বে এলেন রূপক।

এদিকে সোমবারের মন্ত্রিসভা বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা পুলিশে (Kolkata Police) নিয়োগের কথা ঘোষণা করে রাজ্য। এছাড়াও মালদহে গ্রিন বেসড ডিস্টিলারি তৈরি হওয়ার কথা জানানো হয়। এদিকে দার্জিলিংয়ের নিউ চামটায় তৈরি হবে টি রিসর্ট।

[আরও পড়ুন: কোচের বিরুদ্ধে শ্লীলতাহানি ও খুনের হুমকির অভিযোগ, পুলিশের দ্বারস্থ জাতীয় স্তরের প্লেয়ার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement