সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক জালিয়াতির শিকার রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন৷ জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ জাহিদ নামে এক যুবককে৷
১৯ নভেম্বর শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন রাজ্যপাল৷ তাঁর অভিযোগ ছিল, এসবিআই ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে একজন তাঁকে ফোন করেছিল৷ তাঁর ডেভিড কার্ড সম্পর্কিত কিছু তথ্য চায় সেই ব্যক্তি৷ শ্যামলবাবুও তাকে বিশ্বাস করে যাবতীয় তথ্য দিয়ে দেন৷ এরপরই তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ১,১২,৮৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে৷
প্রাক্তন রাজ্যপালের অভিযোগ পেয়েই তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা৷ জানা যায়, নয় দফায় ন’টি গেটওয়ে ব্যবহার করে এই টাকা তোলা হয়েছে৷ সেই সূত্র ধরেই অভিযুক্ত মহম্মদ জাহিদকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতকে আদালতে তোলা হলে ১৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ পুলিশের অনুমান, শুধু জাহিদ নয় এর নেপথ্যে আরও অনেকের হাত রয়েছে৷ তাদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.