Advertisement
Advertisement
Luizinho Faleiro

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

প্রার্থী দেয়নি বিজেপি।

Former Goa CM Luizinho Faleiro wins RS seat | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 22, 2021 9:22 pm
  • Updated:November 22, 2021 9:38 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী না দেওয়ায় বিনা বাধায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro)। সোমবার ছিল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন পর্যন্ত আর কোনও প্রার্থী মনোনয়ন না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন তৃণমূলের (TMC) প্রার্থী।

গোয়ার প্রাক্তন এই মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে তাঁকে দলের অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়। তার মধ্যেই অর্পিতা ঘোষ নিজের রাজ্যসভা আসনে ইস্তফা দেন। সেই আসনেই প্রার্থী নির্বাচন করে ফেলেইরোকে দিল্লি পাঠানো হবে বলে জানিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রেক্ষিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রস্তুতি নিতে বলে দেন লুইজিনহোকে।

Advertisement

[আরও পড়ুন: বিধায়ক কি থাকবেন মুকুল রায়? নতুন বছরের তৃতীয় সপ্তাহের মধ্যে ভাগ্য নির্ধারণ]

গোয়ায় বিজেপির সরকার। ত্রিপুরার পাশাপাশি সেখানেও লড়াইয়ে তৃণমূল। লুইজিনহোর সাংসদ নির্বাচনের জেরে দলে গোয়ার পরিস্থিতি দিল্লিতে জানানোর সুযোগ আরও বেশি করে পেয়ে গেল তৃণমূল। লুইজিনহো যদিও এদিনই তাঁর শংসাপত্র নিতে পারেননি। গোয়ায় দফায় দফায় গিয়ে সেখানে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করছেন তৃণমূলের শীর্ষনেতারা।

 

TMC to fight Goa polls 2022, decision taken by top leadership
ফাইল ছবি।

 

নাম করা একের পর এক খেলোয়াড় যেমন আছেন সেই তালিকায়, রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী-সংগীত শিল্পীরা। সম্প্রতি তাঁদেরই মধ্যে বিখ্যাত গায়ক লাকি আলি ও প্রাক্তন সাঁতারু তথা অভিনেত্রী নাফিসা আলির (Nafisa Ali) সঙ্গে দেখা করেন ডেরেক ও’ ব্রায়েন। গোয়া নিয়ে দলের পরিকল্পনার কথা জানান তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই ভীষণ পছন্দের নাফিসার। তাঁরা ইতিমধ্যে দলে যোগও দিয়েছেন। এবার সে রাজ্যেই প্রাকত্ন কংগ্রেসিকে রাজ্যসভায় পাঠালেন তৃণমূল নেত্রী।

[আরও পড়ুন: গাড়ির ধাক্কায় নাগেরবাজার উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়লেন মহিলা, হাসপাতালে মৃত্যু]

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের পাশাপাশি পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে ভোট ফেব্রুয়ারি মাসে। পাঞ্জাব থেকে কোনও প্রতিনিধি রাজ্যসভায় পাঠানো যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।  পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনমতো পাঞ্জাবের ভূমিপুত্র কোনও নামজাদা ব্যক্তিকে রাজ্যসভায় পাঠানো হতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement