Advertisement
Advertisement
Buddhadeb Bhattacharjee

শ্বাসকষ্ট থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি, জানাল হাসপাতাল

কথাও বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Former CM Buddhadeb Bhattacharjee is stable now, hospital releases new medical bulletin | Sangbad Pratdin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 31, 2021 11:11 am
  • Updated:May 31, 2021 11:41 am  

বুদ্ধদেব সেনগুপ্ত: সামান্য শ্বাসকষ্ট থাকলেও আগের থেকে অনেকটাই ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানাল হাসপাতাল। এক্স-রে রিপোর্টেও কোনও সমস্যা ধরা পড়েনি। 

কলকাতার (Kolkata) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। বিশিষ্ট চিকিৎসকরা নিয়মিত নজর রাখছেন তাঁর উপর। সোমবার সকালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, তরল খাবার খেয়েছেন বুদ্ধদেববাবু। তাঁর রক্তে গ্লুকোজের মাত্রা আপাতত নিয়ন্ত্রণে। সচেতন রয়েছেন, কথাবার্তাও বলছেন তিনি। তবে এখনও শ্বাসকষ্ট রয়েছে। শুকনো কাশিও হচ্ছে। বর্তমানে তাঁর রক্তে অক্সিজেনের পরিমাণ ৯৬ শতাংশ। ফলে কমেছে কৃত্রিম অক্সিজেনের চাহিদা। বর্তমানে মিনিটে ২ লিটার অক্সিজেন (Oxygen) দিতে হচ্ছে তাঁকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former Chief Minister) হৃদস্পন্দন প্রতি মিনিটে ৬৪। রক্তচাপও অনেকটাই স্বাভাবিক। প্রস্রাবেও কোনও সমস্যা নেই। ইতিমধ্যে তাঁর রেমডেসিভিরের কোর্স শেষ হয়েছে। Clexane ও Solumedrol দেওয়া হচ্ছে তাঁকে। সব মিলিয়ে আগের তুলনায় ভাল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: পুরুলিয়ায় ‘দুয়ারে টিকা’, সুপার স্প্রেডারদের করোনা ভ্যাকসিন দিতে দোরগোড়ায় পৌঁছে যাবে গাড়ি]

উল্লেখ্য, গত ১৮ মে করোনায় (Corona Virus) আক্রান্ত হন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। বর্ষীয়ান নেতার সিওপিডি-র সমস্যাও রয়েছে। তবে বরাবরই হাসপাতালে ভরতির ক্ষেত্রে অনীহা তাঁর। তাই স্ত্রী মীরা ভট্টাচার্যকে (Mira Bhattacharya) হাসপাতালে ভরতি করা হলেও বাড়িতেই চিকিৎসা চলছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে মীরাদেবীর বাড়ি ফেরার পরের দিনই অর্থাৎ ২৫ মে শারীরিক অবস্থার অবনতি হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। অক্সিজেনের মাত্রা ৮০-র কাছাকাছি চলে যায় তাঁর। দুর্যোগের মধ্যে আর বাড়িতে রেখে তাঁর চিকিৎসার ঝুঁকি নেননি চিকিৎসকরা। তাই হাসপাতালে ভরতি করে তাঁর চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো এখনও হাসপাতালে রেখেই চিকিৎসা চলছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

[আরও পড়ুন:  সকালেই ঘনাল সন্ধের আঁধার, সপ্তাহের শুরুতে ‘যশ’ পরবর্তী প্রবল বৃষ্টিতে ভিজল রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement