Advertisement
Advertisement

সঞ্জয়-মৃত্যুর তদন্তে রূপালি বসুকে তলব ফুলবাগান থানায়

তাঁর কথায় কোনও অসঙ্গতি মিললে আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তারও করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷

Former Apollo CEO Rupali Basu summoned by Kolkata Police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 14, 2017 5:30 am
  • Updated:August 9, 2021 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্চয় রায়ের মৃত্যুর ঘটনায় এবার অ্যাপোলো হাসপাতালের প্রাক্তন সিইও রূপালি বসুকে তলব করল ফুলবাগান থানার পুলিশ৷ মঙ্গলবার দুপুর বারোটার পর তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ থানায় উপস্থিত হবেন বলে জানিয়েছেন রূপালি বসু৷ তাঁর পাশাপাশি হাসপাতালের আরও এক চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে৷

(ফের শহরে চিকিৎসায় গাফিলতি, হৃদরোগের অস্ত্রোপচারে বাদ পড়ল পা!)

হুগলির ডানকুনির বাসিন্দা সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনার পর গত ২ মার্চ হাসপাতালের সিইও পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি৷ পরিবারের অভিযোগ ছিল, বাইক দুর্ঘটনায় আহত যুবককে সিটি স্ক্যানের নামে শুধুমাত্র অতিরিক্ত মুনাফা লাভের আশায় রোগীকে ‘ভেণ্টিলেশন’-এ দিয়েছিল অ্যাপোলো হাসপাতাল৷ সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বিল করেছিল প্রায় সাড়ে সাত লক্ষ টাকা৷ এরপর পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রোগীকে এসএসকেএমে স্থানান্তরিত করা হবে৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে সেখানে বেড মিলতেই রোগীকে নিয়ে যেতে চান তাঁরা৷ কিন্তু বিপুল অঙ্কের বিল পুরো না মেটানো হলে রোগীকে ছাড়া হবে না বলে জানিয়ে দেয় অ্যাপোলো৷ বিল নিয়ে টানাপোড়েনের জেরে এসএসকেএমে নিয়ে যেতে অনেকটাই দেরি হয়ে যায়৷ যার ফলে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় সঞ্জয়বাবুর৷

Advertisement

(মার্চেও শহরে শীতের আমেজ, সপ্তাহান্তে সম্ভাবনা বৃষ্টির)

ঘটনার পর মৃত সঞ্জয়ের স্ত্রী রুবি রায় অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ফুলবাগান থানায় চিকিৎসায় গাফিলতি, জোর করে টাকা আদায়-সহ একাধিক অভিযোগ দায়ের করেন। অ্যাপোলোর বিরু‌দ্ধে তদন্ত শুরু করে ফুলবাগান থানার পুলিশ৷ হাসপাতালের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি, কোন টেস্টে কত খরচ, রোগীর কেস হিস্ট্রি চেয়ে পাঠানো হয়। ছয় সদস্যের তদন্ত কমিটি গড়ে রাজ্য সরকার৷ কমিটির শীর্ষে রাখা হয় স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব সুবীর চট্টোপাধ্যায়কে৷

জানা গিয়েছে, চিকিৎসা সংক্রান্ত নথি, টেস্ট না করেও অতিরিক্ত অর্থ দাবির মতো একাধিক প্রশ্নের তালিকা তৈরি করেছে পুলিশ৷ সেই সব প্রশ্নগুলিই করা হবে রূপালি বসুকে৷ তাঁর কথায় কোনও অসঙ্গতি মিললে আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তারও করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement