Advertisement
Advertisement
Rajib Bennerjee

‘দলের ডাকে এসেছিলাম’, পার্থর সঙ্গে বৈঠকের পর রাজীবের মন্তব্যে ধোঁয়াশা অব্যাহত

বৈঠক সম্পর্কে দলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

Forest State minister Rajib Bannerjee meets with minister Partha Chatterjee over TMC rift | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 21, 2020 3:09 pm
  • Updated:December 21, 2020 4:30 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক সারলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Bannerjee)। দলের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন তিনি। বরং ‘সাবধানী’ রাজীব বললেন, “এখনও বলার মতো কিছু হয়নি। দলীয় নেতৃত্ব ডেকেছিল তাই এসেছিলাম।” এদিনের বৈঠকের পরও কার্যত ধোঁয়াশা জিইয়ে রাখলেন রাজ্যের বনমন্ত্রী। 

শনিবারই হাইভোল্টেজ দলবদল ঘটেছে বাংলার রাজনীতিতে। শুভেন্দুর পর দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে ছিলেন আরেকমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রশমনে তাঁর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে তৃণমূল নেতৃত্ব। সোমবারও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আলোচনায় বসেছিলেন রাজীব। তবে সেই বৈঠক সম্পর্কে দলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

[আরও পড়ুন : রাজনীতির টানাপোড়েনে দাম্পত্যে ভাঙন, সুজাতাকে বিচ্ছেদের নোটিস পাঠাচ্ছেন ‘ব্যথিত’ সৌমিত্র]

এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, “দলীয় নেতৃত্ব ডেকেছিল। দলের নির্দেশ পালন করে কর্মী হিসেবে এখানে এসেছি। এর আগেও পার্থদার বাড়িতে এসেছি। তখন তো কেউ জানতই না।” দলের বিরুদ্ধে ক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করেন। উত্তরে রাজীববাবু জানান, “নিন্দুকদের কাজই নিন্দা করা। আমি নিজের থেকে এখনও কিছু বলিনি।” বৈঠক প্রসঙ্গে তিনি আরও জানান, দলের মধ্যের কথা। সে কথা আমি সংবাদমাধ্যমকে জানাব না।” শুভেন্দু প্রসঙ্গে কিছুটা সাবধানী রাজীবের মন্তব্য, “সবারই একটা নিজস্ব মতামত থাকে। শুভেন্দু একটা আলাদা মানুষ, আমিও আলাদা মানুষ।” রাজীবের প্রতিক্রিয়া শুনে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আপাতত খুব মেপে পা ফেলছেন তিনি। তাই সংবাদ মাধ্যমের সামনে এখনই কিছু বলতে রাজি নন।

শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের সম্পর্কের অবনতি হওয়ার পর থেকেই তাঁকে সমর্থন জানিয়ে সুর চড়িয়েছিলেন দলের আরও অনেকেই। দলের বিরুদ্ধে পরোক্ষ বক্তব্যে অসন্তোষ উগরে দিয়েছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। নিজের কেন্দ্র হাওড়ার ডোমজুড় এবং জেলার বিভিন্ন জায়গায় তাঁর সমর্থনে পোস্টার, হোর্ডিং দেখা যাচ্ছিল। এ নিয়ে গুঞ্জন তৈরি হয় রাজনৈতিক মহলে।

[আরও পড়ুন : ‘মহিলা হিসেবে সম্মান পাচ্ছিলাম না’, বিজেপি থেকে তৃণমূলে ফিরে বিস্ফোরক সৌমিত্রপত্নী সুজাতা খাঁ]

দেখুন ভিডিও

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement