Advertisement
Advertisement
Durga Idol Immersion

ট্যাবলো-সহ এই প্রথম রেড রোডে বিসর্জনের শোভাযাত্রা

শারদ উৎসবকে স্মরণীয় করে রাখতে কলকাতার সেরা প্রতিমা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ শোভাযাত্রা। ১৪ অক্টোবর, শুক্রবার, বিকেল ৫টা থেকে!

Durga Idol Immersion Procession Will Be Held At Red Road first time
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 9:03 am
  • Updated:June 23, 2022 6:46 pm  

স্টাফ রিপোর্টার: এই প্রথম রেড রোডে দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা৷ তা ঘিরেও লড়াই বড় বড় পুজো কমিটির৷ লড়াই একে অপরকে টেক্কা দেওয়ার৷ আগামী শুক্রবার বিসর্জনের শেষদিন হবে এই শোভাযাত্রা৷ বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি সারা৷ প্রচুর দর্শক সাক্ষী থাকবেন৷ সেই কারণে উদ্যোগও ব্যাপক৷ অভিনব এই শোভাযাত্রাতেই বড় পুজোগুলির ‘স্বাদ’ পাওয়া যাবে৷ অংশগ্রহণকারী প্রতিটি পুজো যে ট্যাবলোগুলি সাজাবে, তাতে মণ্ডপের থিমই ছোট আকারে রাখা থাকবে৷ কিংবা মণ্ডপের কোনও ইনস্টলেশন রাখা থাকবে ট্যাবলোয়৷ থাকবে আলোকসজ্জার খণ্ডাংশ৷ অন্তত ২৭টি পুজোর শোভাযাত্রা দেখা যাবে রেড রোডে৷ চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় যেমন আলোকোজ্জ্বল শোভাযাত্রায় বিসর্জনের পথে প্রতিমা এগিয়ে যায়, অনেকটা সেরকমই হতে চলেছে রেড রোডে মাতৃপ্রতিমার সপরিবার বিসর্জনযাত্রা৷

রেড রোডে প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের প্যারেড হয়৷ হয় ইদের নমাজও৷ রেড রোডের সঙ্গে এবার যুক্ত হচ্ছে দুর্গাপ্রতিমার বিসর্জনও৷ নিরাপত্তা জোরদার হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বহু মন্ত্রী-আমলা ও পুলিশের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিত থাকার কথা৷ ভিআইপি-দের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে৷ সাধারণ মানুষেরও যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ রাখা হয়েছে৷ ব্যারিকেড বাঁধার কাজও প্রায় শেষ৷ যাঁরা শহরের বড় পুজোর প্রতিমা দেখার সুযোগ পাননি, তাঁদের অনেকেই বিসর্জনের শোভাযাত্রা দেখতে ভিড় করবেন রোড রোডে৷ পুলিশের আলাদা ওয়াচটাওয়ার তৈরি করা হয়েছে৷

Advertisement

নবান্ন সূত্রে খবর, কমপক্ষে ২৭টি পুজো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে খিদিরপুর রোড থেকে৷ গতবছর মুখ্যমন্ত্রী এমন একটি শোভাযাত্রার ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ কিন্তু সময়াভাবে তা সম্ভব হয়নি৷ এ বছর তাই আগে থেকেই বিসর্জনের এই শোভাযাত্রার পরিকল্পনা করা হয়েছিল৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবার সেরা ১৫টি পুজো, সেরা তিনটি মণ্ডপ, সেরা চারটি প্রতিমা এবং সেরা পাঁচটি আলোকসজ্জা এই যাত্রায় অংশ নেবে৷ প্রতিটি পুজো সর্বোচ্চ চারটি ট্যাবলো সাজাতে পারবে৷ ফোর্ট উইলিয়ামের সামনে থেকে রেড রোড ধরে পুলিশ মেমোরিয়াল পর্যন্ত শোভাযাত্রা হবে৷ তারপর বাজেকদমতলা, দইঘাট এবং বাবুঘাটে বিসর্জন দেওয়া হবে৷ উত্তর কলকাতার পুজোগুলিকেও নিমতলা ঘাটে বিসর্জনের অনুমতি দেওয়া হয়েছে৷ পুলিশ, স্পেশাল ফোর্স ও কমান্ডো বাহিনী থাকবে৷ থাকবে সিসিটিভি নজরদারিও৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গঙ্গার ২৪টি ঘাটে বিসর্জনের ব্যবস্থা থাকবে৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হবে গঙ্গাপাড়৷ রাখা থাকবে রিভার ট্রাফিকের লঞ্চ৷ থাকবে লাইফ সাপোর্ট৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানদেরও মোতায়েন রাখা হবে এলাকায়৷ মূল কলকাতা শুধু নয়, কলকাতার বাইরের শহরতলির বেশ কিছু পুজো এই শোভাযাত্রায় অংশ নেবে৷ তাই শুক্রবার শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের সমস্যা হতে পারে বলে আশঙ্কা সাধারণ মানুষের৷ রেড রোড বন্ধ থাকবে বলে বেহালা বা খিদিরপুর রোড ধরে আসা যানবাহনকে জওহরলাল নেহরু রোড দিয়ে ধর্মতলা হয়ে ডালহৌসি পৌঁছতে হবে৷ অধিকাংশ অফিস বন্ধ থাকার কারণে খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না পথযাত্রীদের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement