সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাট দুর্নীতি মামলায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলল জিজ্ঞাসাবাদ। বিকেল পাঁচটা বেজে ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তর থেকে বেরলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। বেরিয়ে তিনি জানালেন, আধিকারিকদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলেই খবর।
মাসখানেক আগে বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধেবেলা ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। অভিযোগ, তৃণমূলের তারকা সাংসদ ((TMC MP) নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন।সেই টাকা ফেরত চান প্রতারিতরা। ইডি তদন্তের আরজি জানানো হয়।নুসরত এরপর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানান, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত নন। চাইলে নথি দিয়ে প্রমাণ করে দেবেন।
গত সপ্তাহে আচমকা ইডি নুসরতকে নোটিস পাঠিয়ে তলব করে। ইডির তরফে জানানো হয়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই মঙ্গলবার ইডি দপ্তরে তলব করা হয়েছে। নুসরত তলবের খবর শুনে জানিয়েছিলেন, “অবশ্যই যাব, সহযোগিতা করব।” সেই কথা রেখেই মঙ্গলবার সময়ের আগেই তিনি পাম অ্যাভিনিউর বাড়ি থেকে পৌঁছে যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।
প্রায় সাড়ে ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেল ৫ টা বেজে ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তর থেকে বের হন নুসরত। বরাবরের মতো এদিনও তাঁর চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। বেরিয়ে নুসরত জানান, তিনি ইডি আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। তদন্তে সহযোগিতা করেছেন। এরপরই গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.