অভিরূপ দাস: স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan) ফের করোনার থাবা। এবার স্বাস্থ্যভবনের পাঁচজন কর্মী আক্রান্ত মারণ ভাইরাসে। সূত্রের খবর, করোনা (Coronavirus) আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন ডেপুটি সেক্রেটারি। একজন আধিকারিক এবং তিনজন স্বাস্থ্যভবনের কর্মী। এর আগে স্বাস্থ্যভবনের দুই কর্মীর শরীরেও মারণ ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।
সোমবারই নীলরতন সরকার মেডিক্যাল কলেজেও ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাঁর মধ্যে আছেন সাইকিয়াট্রিস্ট বিভাগের বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ১৪ জন রোগী। আক্রান্ত ১৪ জন রোগী সার্জারি, মেডিসিন, সাইকিয়াট্রিস্ট বিভাগে ভরতি ছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। প্রত্যেকেরই জ্বর ছিল। ৪ জুলাই তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। প্রত্যেকেরই রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে। কী করে এত জন আক্রান্ত হলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই রোগীদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হবে। প্রসঙ্গত, কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংক্রমিত হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এনআরএসে অনেক বেশি সতর্ক ছিলেন চিকিৎসকরা। স্ত্রীরোগ বিভাগে আগেই তৈরি করা হয়েছিল আইসোলেশন ওয়ার্ড।
ক্রমশই রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতায় এবং উত্তর ২৪ পরগনায় ক্রমশই থাবা চওড়া করছে মারণ ভাইরাস। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বেশ কয়েকটি জায়গায় কড়া লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবারই নবান্ন থেকে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.