অর্ণব আইচ: ভোটের আগে নাকা তল্লাশিতেই বানচাল মাদক পাচারের ছক৷ ফের এসটিএফের জালে মাদক কারবারী৷ পোস্তা এবং বিটি রোড থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করল এসটিএফ৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে৷ যার আনুমানিক বাজারদর প্রায় কয়েক লক্ষ টাকা৷ আটক করা হয়েছে একটি গাড়িও৷ ধৃতদের জেরা করে ঘটনার মূলচক্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা৷
লোকসভা নির্বাচনের আগে শহরজুড়ে চলছে নাকা তল্লাশি৷ এরই মাঝে বেশ কয়েকজন যুবক মাদক বড়বাজারের একটি গুদামে রাখার চেষ্টা করছে বলে গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ৷ তদন্তকারীরা আরও খবর পান যে, একটি ছোট গাড়িতে করে বিটি রোড হয়ে মাদক আনা হচ্ছে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিটি রোডের নিরাপত্তা বাড়ানো হয়৷ মঙ্গলবার বিকেল থেকে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়িতেই শুরু হয় তল্লাশি৷ একটি ছোট গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কাগাছ এসটিএফ আধিকারিকদের ৷ ওই গাড়িটি থেকে প্রায় ৮৫৪ কেজি মাদক উদ্ধার করা হয়েছে৷ গাড়িতে থাকা দু’জনকে হাতেনাতে গ্রেপ্তারও করেছেন তদন্তকারীরা৷
জেরায় ধৃতেরা স্বীকার করে যে, মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে ওই মাদক দ্রব্য নিয়ে আসছিল তারা৷ উদ্দেশ্য ছিল বড়বাজারের একটি গুদামে তা মজুত করা৷ তবে, তার আগেই এসটিএফের আধিকারিকদের তৎপরতায় বানচাল হয়ে যায় পরিকল্পনা৷ ধৃতদের বয়ান অনুযায়ী বড়বাজারেও হানা দেন আধিকারিকরা৷ সেখান থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করা হয়৷
ওই একইদিনে পোস্তা থানা এলাকায় হানা দেন এসটিএফ আধিকারিকরা৷ মাদক দ্রব্য পাচারের অভিযোগে পোস্তা থানা এলাকা থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে৷ দু’টি ঘটনাতেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে মূলচক্রীর খোঁজ নেওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.