Advertisement
Advertisement

Breaking News

Bus

কালো তালিকাভুক্ত হয়েও ৪ বছর ধরে চলছে ধর্মতলার দুর্ঘটনাগ্রস্ত বাস! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

'আনফিট' বাস, গাড়ি চিহ্নিত করতে RTO-কে কড়া নির্দেশ ফিরহাদ হাকিমের।

Fitness certificate of the bus, met an accident at Dorina Crossing, Esplanade expired 4 years ago | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 30, 2022 6:55 pm
  • Updated:January 30, 2022 7:03 pm  

নব্যেন্দু হাজরা: বিয়েবাড়ি যাওয়ার পথে রবিবার দুপুরে চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে বরযাত্রী বোঝাই বাস। ধর্মতলার (Esplanade)ডোরিনা ক্রসিংয়ের কাছে মিনিবাস দুর্ঘটনায় ২০ জন আহত হওয়ার তদন্তে নেমে একে একে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে পুলিশের হাতে। দুর্ঘটনাগ্রস্ত বাসটির ফিটনেস সার্টিফিকেটের (FC) মেয়াদ শেষ হয়েছে সেই ২০১৮ সালে। তারপরও বাসটি নিয়মিত রাস্তায় নেমেছে, যাত্রী বহন করেছে। শুধু ফিটনেস সার্টিফিকেটই নয়, বিমা-সহ একাধিক নথিপত্র মেয়াদোত্তীর্ণ। এসব জানার পর পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)কড়া নির্দেশ দিয়েছেন, শহরের রাস্তায় এ ধরনের আনফিট বাস রুখতে অভিযান চালাতে হবে। RTO-কে এসব বাস বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার পর শহরের পথ নিরাপত্তায় আরও জোর দেওয়া হল।

Advertisement

রবিবার দুপুর ২টো নাগাদ পার্কাসার্কাস-বাঁকড়াগামী একটি মিনিবাসের চাকা ফেটে ডোরিনা ক্রসিংয়ের সামনে উলটে যায়। বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিয়েবাড়ি যাচ্ছিলেন। পার্কসার্কাস (Park Circus) থেকে বাঁকড়ার দিকে যাওয়ার সময় প্রবল শব্দে ফেটে যায় বাসের চাকা। এরপরই মিনিবাসটি একটি লাইটপোস্টে ধাক্কা খেয়ে উলটে যায়। চালক-সহ আহত হন ২০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত বেশি হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

[আরও পড়ুন: চাকা ফেটে উলটে গেল বরযাত্রী বোঝাই বাস, ডোরিনা ক্রসিংয়ে দুর্ঘটনায় জখম অন্তত ২০]

দুর্ঘটনার (Accident) খবর পেয়ে পুলিশ, দমকল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করে। তারপর উলটে যাওয়া বাসটিকে সেখান থেকে সরানো হয়। এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ২০০৯ সালে বাসটির রেজিস্ট্রেশন হয়েছিল। ২০১৮ সাল পর্যন্ত মেয়াদ ছিল তার। মাঝে ২০১২ সালে বাসের মালিকের মৃত্যু হয়। কর্মীরাই বাসটি চালাতেন। তাঁরা পরবর্তীতে ফিটনেস সার্টিফিকেট বা অন্যান্য নথিপত্র পুনর্নবীকরণের (Renew) কোনও তাগিদ দেখাননি। এরপর রবিবারের দুর্ঘটনা।

[আরও পড়ুন: ফের মদ্যপ চালকের তাণ্ডব, রেললাইনে ঢুকে পড়ল গাড়ি, বালিগঞ্জে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা]

দুর্ঘটনাগ্রস্ত বাসটি সম্পর্কে এসব তথ্য জানার পরই কড়া পদক্ষেপ নিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সাফ জানিয়েছেন, এসব আনফিট বাস রাস্তায় নামা বেআইনি। তাই এ ধরনের বাস বা গাড়ি রাস্তায় নামলেই বাজেয়াপ্ত করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে আরটিও তথা পরিবহণ দপ্তরের আধিকারিকদের অভিযানে নামার কথা জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement