Advertisement
Advertisement
Kolkata Metro

ভারতীয় রেলের সোনালি দিন, গঙ্গার নিচ দিয়ে ছুটল যাত্রীবাহী মেট্রো

একই দিনে ৩ রুটের মেট্রো পরিষেবা চালু।

First underwater metro in Kolkata started journey on Friday

শুরু যাত্রা। - নিজস্ব চিত্র

Published by: Subhankar Patra
  • Posted:March 15, 2024 9:40 am
  • Updated:March 15, 2024 3:59 pm  

নব্যেন্দু হাজরা: অগণিত উৎসাহী জনতা। চার দিকে ঝলমলে আলো। সাজানো স্টেশন। লাইনে দাঁড়িয়ে যাত্রা শুরুর অপেক্ষায় নতুন রেক। বাংলা তথা দেশের মেট্রোর ইতিহাসে সোনালি দিন। শুক্রবার সকালে গঙ্গার নিচ দিয়ে চাকা গড়াল মেট্রো রেলের। কলকাতা তো বটেই দেশে প্রথমবার কোনও নদীর নিচ দিয়ে চল; মেট্রো। শুধু হাওড়া থেকে এসপ্ল্যানেড নয়, এক সঙ্গে তিনটি রুটের মেট্রো চালু করল কলকাতা মেট্রো। এসপ্ল্যানেড(esplanade) – হাওড়া ময়দান(Howrah Maidan), জোকা(Joka) – মাঝেরহাট(Majerhat)  ও কবি সুভাষ(Kavi Subhash) (নিউ গড়িয়া) হেমন্ত মুখোপাধ্যায়(Hemanta Mukhopadhyay) (রুবি) রুটের মেট্রো যাত্রী নিয়ে ছুটতে শুরু করেছে।

গত ৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) একসঙ্গে তিনটি রুটের উদ্বোধন করেন। তার পর সাংবাদিক সম্মেলন করে মেট্রো রেল কর্তৃপক্ষ ঘোষণা করে, শুক্রবার থেকে এই তিনটি রুটে যাত্রী পরিষেবা শুরু হবে। সেই মতো আজ কাকভোর থেকে প্রতিটি স্টেশনের শেষ ও শুরুর স্টেশনগুলোতে ব্যস্ততা ছিল চরমে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে দুই প্রান্ত থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল সাতটায়। শেষ মেট্রো ছাড়বে রাত পৌনে দশটায়। ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর রয়েছে ট্রেন।

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো প্রেসক্রিপশন বানিয়ে জালিয়াতি, ২০ লক্ষ টাকা বান্ধবীর অ্যাকাউন্টে! প্রতিবাদ করায় খুন ব্যবসায়ী?]

অন্যদিকে, কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হচ্ছে আজই। সকাল ৯টা থেকে বিকেল ৪টে ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। দুটি ট্রেনের ব্যবধান হবে ২০ মিনিট। জোকা থেকে মাঝেরহাটের রুটেও শুরু হচ্ছে যাত্রা। এই রুটে মেট্রো চলবে প্রায় ২৫ মিনিট অন্তর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টে ৩৫ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার বন্ধ দুই রুটের পরিষেবা।

[আরও পড়ুন: নির্বাচনের আগেই বার বার বড় দুর্ঘটনার শিকার মমতা, কী বলছে অতীত?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement