Advertisement
Advertisement

Breaking News

Joint Entrance Exam

জয়েন্টে প্রথমবার ‘মক-অ্যালটমেন্ট’, ঘোষণা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

পছন্দের প্রতিষ্ঠানে, নির্বাচিত কোর্সে ভরতির সম্ভাবনা বুঝে নেবেন পড়ুয়ারা।

First time 'Mock-Allotment' in WB Joint Entrance Exam | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 1, 2023 2:11 pm
  • Updated:July 1, 2023 2:13 pm  

স্টাফ রিপোর্টার: পছন্দের প্রতিষ্ঠানে নির্বাচিত কোর্সে ভরতির সম্ভাবনা কতটা, জয়েন্ট এন্ট্রান্সের (Joint Entrance) কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পড়ুয়ারা নিজেদের পছন্দ চূড়ান্ত (চয়েস লকিং) করার আগেই জানতে পেরে যাবেন। তার জন্য এবছরই প্রথম চালু হচ্ছে ‘মক-অ্যালটমেন্ট’।

শুক্রবার ‘অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস’-এর (APAI) তরফে আয়োজিত তিনদিনব্যাপী ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মঞ্চ থেকে জানান রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি বলেন, “এবার চয়েস ফিলিং এবং চয়েস লকিং-এর মাঝে একটা সময় দেব। এই সময়ে ছাত্রছাত্রীরা একটা ‘মক-অ্যালটমেন্ট’ দেখতে পারবেন। তাঁদের পছন্দ, আসন সংখ্যার ভিত্তিতে তাঁদের আসন কোথায় বরাদ্দ হচ্ছে, তার একটা মহড়া আমরা দেখাতে পারব। যদি দেখা যায়, পড়ুয়া নিজের পছন্দসই প্রতিষ্ঠান বা বিষয় পাচ্ছেন না, তাহলে প্রথম দফার আসন বরাদ্দের আগেই তাঁরা নিজেদের পছন্দে রদবদল করতে পারবেন। তারপরই চয়েস লক করবেন। জেইই অ্যাডভান্স-এর দ্বিতীয় দফার কাউন্সেলিং শেষ হবে ১১ জুলাই। তার পর যে কোনও সময়ে কাউন্সেলিং শুরু করে দেব। এতে ভরতি হওয়ার পর ছাত্রছাত্রীদের চলে যাওয়ায় যে ফাঁক তৈরি হয়, সেটা আর হবে না।’’

Advertisement

[আরও পড়ুন: প্যান-আধার সংযুক্তিকরণের মেয়াদ শেষ, এবার উপায়? সাহায্যের হাত বাড়াল আয়কর বিভাগ]

কাউন্সেলিং-এর জন্য যাবতীয় প্রস্তুতিও সম্পূর্ণ। সিট ম্যাট্রিক্স পাওয়ার পাঁচ দিনের মধ্যেই বোর্ড কাউন্সেলিং শুরু করতে পারবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। এছাড়া, এবছরই প্রথমবার মপ-আপ তথা কাউন্সেলিং-এর শেষ দফার আগে নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। ফিরহাদ বলেন, ‘‘বাঙালির মেধাকে ভাড়া করে নিয়ে গিয়ে আমেরিকা-লন্ডন আজ প্রযুক্তিতে বিশ্বকে তাক লাগাচ্ছে। ওদের সাফল্যের পিছনে বাঙালির মস্তিষ্ক রয়েছে। আমরা প্রথম দফায় পিছিয়ে গিয়েছি তার কারণ, বাম জমানায় বাংলায় কম্পিউটার চালু করতে দেওয়া হয়নি। তবে, গত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রাজ্যের প্রচুর বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ হয়েছে বলে আজকের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাক্ষেত্রে অনেক নতুন দরজা খুলে গিয়েছে।’’

[আরও পড়ুন: ভোটে কাজ করতে হবে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদেরও, নির্দেশ বিচারপতি সিনহার]

এদিন অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদের চেয়ারপার্সন পূর্ণেন্দু বসু, ডব্লুবিজেইই বোর্ডের ভাইস চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং আয়োজক সংগঠনের সভাপতি ও জেআইএস গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement