অভিরূপ দাস: পারিবারিক অনটনের জন্য এলএলবি (LLB) কোর্স শেষ করতে পারেননি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে বাবার অপূর্ণ ইচ্ছা পূরণ করলেন ফিরহাদ হাকিমের ছোট মেয়ে আফসা। সম্প্রতি আইন নিয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন তিনি। আর সেই ডিগ্রি উৎসর্গ করলেন বাবাকেই। তারপরেই জানিয়েছেন, বাবার অধরা স্বপ্নের কথা।
কৈশোরে এলএলবি হওয়ার স্বপ্ন দেখতেন ফিরহাদ হাকিম। ইচ্ছে ছিল উকিল হবেন। আফসা বলেন, মাত্র আট বছর বয়সেই আইনজীবী হওয়ার স্বপ্নের কথা বাবাকে জানিয়েছিলেন। তাঁর কথায়, “তখন আমি অনেক ছোট। বাবাকে বলেছিলাম আইনজীবী হবো। অদ্ভুত একটা হাসি খেলে গিয়েছিল মুখে! মনে মনে ভেবেছিলেন কেউ তো আমার স্বপ্নটা পূরণ করবে।”
আর্থিক অনটনের জন্যেই এলএলবি হওয়া হয়নি মেয়রের। স্কুল পাস করে আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন ফিরহাদ। সংসারের জোয়াল তখন তাঁর কাঁধে। পড়াশোনার সঙ্গে সঙ্গে সংসার চালাতে পারিবারিক ব্যবসায় নামতে হয়েছিল। এমনই এক সময় সামনে দু’টো বিকল্প এসে দাঁড়ায়। হয় ব্যবসা করতে হবে, নয়তো এলএলবি। পরিবারের ভরণ পোষণের জন্যেই আইনজীবী হওয়ার স্বপ্ন ছেড়ে ব্যবসাকে বেছে নেন মেয়র। সেটা আবার এলএলবি ফাইনাল ইয়ারে। স্বপ্নপূরণের এত কাছে এসেও হাতছাড়া হয় ডিগ্রি।
একটুর জন্য উকিল হওয়া হয়নি। অধরা স্বপ্ন মনের মধ্যে পুষে রেখেছিলেন মেয়র। এই ২০২৩ এ সেই স্বপ্ন পূরণ করলেন মেয়ে আফসা হাকিম। সম্প্রতি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে সম্মানের সঙ্গে এলএলবি পাস করেছেন তিনি। আফসার কথায়, “বাবা এলএলবি পাশ করতে পারেননি ঠিকই। আসলে সর্বশক্তিমান আমার বাবার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিলেন।” আফসার কথায়, “আমার মা-বাবা আমার জন্য যা করেছেন তাতে আমি গর্বিত। আমার এলএলবি ডিগ্রিটা আমার তরফ থেকে বাবাকে ছোট্ট একটা উপহার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.