কৃষ্ণকুমার দাস: শরীর ভালো নেই একেবারেই। হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে স্যালাইনের চ্যানেল। ডাক্তার, নার্সরা সদাসর্বদা নজরে রাখছেন। কিন্তু কর্তব্য অবিচল তিনি। এই অবস্থাতেও শুক্রবার বিশেষ অ্যাম্বুল্যান্সে চড়ে বিধানসভায় আসবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এতটা অসুস্থতা নিয়ে বিধানসভায় কোনও মন্ত্রীর আসা সাম্প্রতিক অতীতে যা নজিরবিহীন হতে চলেছে। ওই দিন গুরুত্বপূর্ণ বিল পেশের কথা। আর তার জন্য তাঁকেই বিধানসভায় (Assembly) আসতে হবে। বৃহস্পতিবার নিজেই তা জানালেন অসুস্থ মন্ত্রী। দিন দুই আগে আচমকা অসুস্থ হয়ে কলকাতার নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ফিরহাদ হাকিম। আপাতত তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে খবর। তবে কবে ছাড়া পাবেন, সে বিষয়ে এখনও চিকিৎসকরা কিছু বলেননি।
বিধানসভায় বাজেট (Budget) অধিবেশন চলছে। শুক্রবার গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা। তাই হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও সাময়িক ছুটি নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম আসবেন বিধানসভায়। জানা যাচ্ছে, হাতে স্যালাইনের চ্যানেল, বিশেষ অ্যাম্বুল্যান্সে চিকিৎসক, নার্সকে সঙ্গে নিয়ে তিনি দুপুর দেড়টা নাগাদ বিধানসভায় পৌঁছবেন। ১.৪৫ নাগাদ বিল পেশ করার পর ঘণ্টাখানেক থেকে ফের চলে যাবেন হাসপাতালে।
এখানেই শেষ নয়। শনিবারও আবার একইভাবে মেয়র ফিরহাদ হাকিম যাবেন কলকাতা পুরসভায় (KMC)। ওইদিন পুরসভার বার্ষিক বাজেট পেশ। দুপুর ১২ টা নাগাদ পুরসভায় মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে সেই বাজেট অনুমোদন করানো হবে। তার পর তা পেশ করা হবে। সবটাই করবেন অসুস্থ মেয়র ফিরহাদ হাকিম। তিনি হাসপাতালে ভর্তি বলে কোনও কাজ ব্যাহত হোক বা বিলম্ব হোক, তা চান না। আর সেই কারণেই বিশেষ অ্যাম্বুল্যান্সেই ফিরহাদ হাকিম যাবেন বিধানসভা ও কলকাতা পুরসভায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.