Advertisement
Advertisement

Breaking News

Firhad Hakim

‘ভূতুড়ে’ ভোটার খুঁজতে পথে ফিরহাদ, মমতার নির্দেশের পরই তৎপর মেয়র

এদিকে, ভবানীপুরে পথে নেমেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

Firhad Hakim visit Chetla to check voter list
Published by: Sayani Sen
  • Posted:March 1, 2025 11:16 am
  • Updated:March 1, 2025 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই এপিক নম্বরে দু’জন ভোটার। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিত করতে পথে খোদ মেয়র ফিরহাদ হাকিম। চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ড দেখেন তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এদিকে, ভবানীপুরে পথে নেমেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

গত শুক্রবারই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন ভবানীপুর থেকে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হবে। সেই মতো শনিবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয়। ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা। মৃত কারও নাম রয়ে গিয়েছে নাকি, সে সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেওয়া হবে। আরও একবার স্ক্রুটিনি করা হবে বলেও জানান ফিরহাদ। তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী যখন বলেছেন, সেই কাজ বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করব। ভুয়ো নয়, প্রকৃত ভোটারের ভোটেই জিতব।” 

Advertisement

গেরুয়া শিবিরকে তোপ দেগে ফিরহাদ আরও বলেন, “বাঙালি, অবাঙালি বিভেদ করে বিজেপি। সাম্প্রদায়িকতার রাজনীতি করে। এখানে কোনওদিন দাঁত ফোটাতে পারবে না। আইওয়াশের ভাবনা নিয়ে থাকুক বিজেপি। মোদি আজ আছেন। কাল থাকবেন না। বিজেপি একটা একটা করে সব প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে। এভাবে চললে ভারতের গণতান্ত্রিকতা নষ্ট হয়ে যাবে।” যদিও বিজেপি নেতা সজল ঘোষ এই অভিযোগ খারিজ করে বলেন, “ভূত খোঁজার নামে জিন ঢোকাচ্ছে তৃণমূল। বাংলাদেশি, রোহিঙ্গাদের ঢোকানোর চেষ্টা করছে ঘাসফুল শিবির।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক ছিল। সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের সকলেই ‘বিজেপির লোকজন’। এছাড়া ‘ভূতুড়ে’ ভোটার কার্ড নিয়েও ওইদিন ক্ষোভ উগরে দেন মমতা। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ ভোটার তালিকায় গরমিল করা হচ্ছে। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে কমিটিও গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, মমতার বক্তব্যের প্রতিবাদে সরব শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও লেখেন রাজ্যের বিরোধী দলনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub