Advertisement
Advertisement

Breaking News

Firhad Hakim

Firhad Hakim: ‘স্কুলে পড়ি নাকি?’, বিধানসভায় বিধায়কদের ‘সই’ নির্দেশে ক্ষুব্ধ ফিরহাদ

সই নিয়ে কড়া নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর।

Firhad Hakim upset with Mamata Banerjee's order during WB assembly session | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 24, 2023 1:29 pm
  • Updated:November 24, 2023 9:41 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভার (West Bengal Assembly) হাজিরা খাতায় বিধায়কদের সইয়ের নিয়ম নতুন কিছু নয়। তবে শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে হাজিরা নিয়ে এবার বেশিই কড়া তৃণমূল শিবির। খোদ মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশ, বিধানসভায় প্রবেশ ও বেরনোর সময় বিধায়কদের সই করা বাধ্যতামূলক। দলকে না জানিয়ে কারও অনুপস্থিতি গ্রাহ্য হবে না। এমনই বিবিধ কড়া নিয়মের বেড়াজালে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে শুক্রবার থেকে। পরিষদীয় মন্ত্রীর ঘরে রাখা হাজিরা খাতায় সকলে সই করে ভিতরে ঢুকেছেন। আর তা নিয়ে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁকে বলতে শোনা গেল, ”আমরা কি স্কুলে পড়ি যে নিয়ম করে হাজিরা খাতায় সই করতে হবে? দলের নির্দেশ, তাই সই করলাম।” এর পর তিনি আরও বলেন, ”সকলের দায়িত্ব আছে। নিজের দায়িত্ব পালন করুক সবাই।”

আসলে প্রত্যেক অধিবেশনে দলের নির্দেশ সত্ত্বেও অনেক সময়েই গরহাজির থাকেন শাসকদলের বিধায়কদের একাংশ। কখনও আবার বিধানসভায় এলেও অধিবেশন চলাকালীন বেরিয়ে যান, আলোচনায় সেভাবে অংশ নেন না। গত অধিবেশন বা তার আগের একটি অধিবেশনে জরুরি প্রস্তাব বা বিল পাশের জন্য ভোটাভুটিতে তৃণমূলের বিধায়কের তুলনায় হাজিরা সংখ্যা আশানুরূপ ছিল না। ভোট অনায়াসে জিতলেও বিধায়কদের অনুপস্থিতির বিষয়টি ভালোভাবে নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর থেকেই হাজিরা নিয়ে কড়াকড়ি শুরু হয়। দায়িত্ব দেওয়া হয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। গড়ে দেওয়া হয় শৃঙ্খলা রক্ষা কমিটি।  তার পরও এবার থেকে হাজিরার বিষয়টি মুখ্যমন্ত্রী নিজেই দেখবেন বলে স্থির করেছেন।

Advertisement

[আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা, ধর্মতলায় শাহের সভার অনুমতি দিল হাই কোর্ট]

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের মেগা সম্মেলনে তাঁর নির্দেশ ছিল, এবার থেকে বিধায়কদের ঢোকা এবং বেরনোর সময় হাজিরা খাতায় সই করতেই হবে। বিশেষ কারণ থাকলেও দলকে না জানিয়ে অনুপস্থিত হওয়া যাবে না। শুক্রবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি বিধায়কদের সকলকে সই সংক্রান্ত বিষয়ে মনোযোগী হওয়ার কথা বলেন। জানান, তাঁকে হাজিরার রিপোর্ট বিধানসভা চলাকালীন মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এছাড়া মুখ্যমন্ত্রীও যখন-তখন বিধানসভায় চলে আসতে পারেন। সেক্ষেত্রে নজরদারি বাড়বেই।

[আরও পড়ুন: রাজারহাটের ধাঁচে উত্তরবঙ্গেও হবে আইটি হাব, বিশেষ দায়িত্বে রাজীব কুমার]

এসব নিয়ম মেনেই শুক্রবার অধিবেশন শুরুর সময় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) ঘরে রাখা হাজিরা খাতায় সই করতে হয়েছে সকলকে। আর তাতেই কিছুটা বিরক্ত ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘‘নিজেদের দায়িত্ব রয়েছে। আমরা তো স্কুলের বাচ্চা নই যে সই করতে হবে।’’ সূত্রের খবর,  এ নিয়ে পরে বাবুল সুপ্রিয় একটি প্রস্তাব দেন। তাঁর মতে, সংসদের মতো বিধানসভাতেও মন্ত্রীদের কার্যসূচি ঠিক করে দেওয়া হোক, যাঁরা ঘুরিয়ে ফিরিয়ে হাজিরার রেকর্ড নিজের দায়িত্বে রাখবেন। তাহলে কাজ সহজ হবে বলে মত বাবুল সুপ্রিয়র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement