Advertisement
Advertisement

Breaking News

ইস্তফা শোভনের, কলকাতার নয়া মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম

নয়া ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ৷

Firhad Hakim new Kolkata mayor
Published by: Tanujit Das
  • Posted:November 22, 2018 1:26 pm
  • Updated:November 22, 2018 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান৷ মেয়র পদে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, কলকাতা পুরসভার নয়া মেয়র হচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ এখনও সরকারি ভাবে ঘোষণা না হলেও, শীর্ষ মহল সূত্রে খবর, মেয়রের দৌঁড়ে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিমই৷ কেবল মেয়রই নয়, ডেপুটি মেয়র পদেও রদবদল করা হচ্ছে৷ নয়া ডেপুটি মেয়র হচ্ছেন মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ৷ বর্তমানে ডেপুটি মেয়র রয়েছেন ইকবাল আহমেদ৷ তাঁকেও সরিয়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর৷

[সারমেয়র সৎকার নিয়ে বিবাদ! পুলিশের দ্বারস্থ মহিলা]

Advertisement

জানা গিয়েছে, মন্ত্রিসভা থেকে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পরেই, তাঁর মেয়র পদে ইস্তফা নিয়েও জলঘোলা হচ্ছিল৷ তৃণমূল সূত্রে খবর, তাঁকে মেয়র পদেও ইস্তফা দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবারই তাঁর মেয়র পদে ইস্তফা দেওয়ার কথা ছিল৷ কিন্তু ওইদিন কোনও ইস্তফা পত্র পৌঁছায়নি কলকাতা পুরসভায়৷ ফলে জল্পনা তৈরি হয় যে, শোভন নিজে থেকে ইস্তফা না দিলে অনাস্থা এনে তাঁকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হবে৷ কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে বৃহস্পতিবার নিরাপত্তারক্ষী মারফত পুর চেয়ারপার্সন মালা রায়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ পাশাপাশি, এদিনই বিধানসভায় পুর আইন সংশোধনী বিল পেশ করেছে রাজ্য সরকার৷ বিল পাশ হলেই তা পাঠানো হবে রাজ্যপালের কাছে৷ রাজ্যপালের স্বাক্ষর পেলেই তা আইনে পরিণত হবে৷ বর্তমান পুর আইন অনুযায়ী, মেয়র বা মহানাগরিক নির্বাচিত হতে গেলে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ডের কাউন্সিলর হওয়া বাধ্যতামূলক৷ এই আইনে সংশোধনী এনে, মন্ত্রীদের মেয়র হওয়ার ক্ষেত্রে কোনও বাধা রাখতে চাইছে না রাজ্য সরকার৷ সেক্ষেত্রে আগামী ছ’মাসের মধ্যে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হবে৷ ফলে, মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়র হওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এমনকী, মুখ্যমন্ত্রীও চাইছিলেনন যে, পুর দপ্তরের এবং পুরসভার কাজে দক্ষ এমন কাউকেই মেয়র পদে বসাতে, সেক্ষেত্রেও দৌঁড়ে এগিয়ে ছিলেন ফিরহাদ হাকিম৷

[বৈশাখীকে খুনের চেষ্টা করেছিলেন রত্না, বিস্ফোরক অভিযোগ শোভনের]

কেবল মেয়র পদেই নয়, ডেপুটি মেয়র পদেও রদবদল ঘটানো হচ্ছে৷ এই পদে বসছেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ৷ ডেপুটি মেয়র পদে এখনও রয়েছেন ইকবাল আহমেদ৷ কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি কলকাতা পুরসভার কাজে মন দিতে পারছিলেন না বলে দীর্ঘদিন ধরেই এমন খবর উঠে আসছিল৷ ফলে তাঁকে সরিয়ে সেই পদে অতীন ঘোষকে বসানো হচ্ছে৷ পাশাপাশি, বৃহস্পতিবার বিকালে ‘উত্তীর্ণ’ সভাঘরে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে পরবর্তী আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement