Advertisement
Advertisement
Firhad Hakim

‘জেলে যেতে ভয় পাই না, কিন্তু ইডি সম্মান নিয়ে টানাটানি করে’, উদ্বিগ্ন ফিরহাদ হাকিম

দলীয় কর্মীদের ধৈর্য ধরার নির্দেশ দিলেন কলকাতার মেয়র।

Firhad Hakim attacks ED-CBI that they are so eager to 'insult' the political leaders | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 13, 2022 5:47 pm
  • Updated:August 13, 2022 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী দলের নেতানেত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘অতিসক্রিয়তা’র অভিযোগ নিয়ে বরাবর সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল (TMC)। বিশেষত নানা আর্থিক দুর্নীতি নিয়ে যেভাবে তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি, গ্রেপ্তারি চলছে, তাতে ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তারের কয়েকদিন পর সিবিআইয়ের হাতে ধৃত অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এরপর ফের ইডি-সিবিআইয়ের সক্রিয়তা নিয়ে সরব হলেন কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়, ”ইডি-সিবিআই সামাজিক সম্মান নিয়ে টানাটানি করছে। রাস্তায় নামিয়ে আসছে।”

নারদা মামলায় তিনি নিজে বেশ কয়েকদিন জেলবন্দি ছিলেন। পরে হাই কোর্টে জামিন পান। বরাবরই আইনের উপর আস্থা রেখেছিলেন। সে কথা বারবার বলেওছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি ফের মুখ খুললেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে তিনি বলেন, ”যেভাবে সামাজিক সম্মান হরণ করা হচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে আমাদের। অনেকের এই ধরনের অসভ্যতামি দেখে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার মত অনেকেরই অসীম ধৈর্য নেই। যাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাদের কাছে আমি আবেদন করব, এই ধরনের কথা থেকে বিরত থাকতে। সবার উপরে মানুষ সত্য, মানুষের উপরে কেউ নেই। মানুষ ঠিক করবে কে দোষ করেছে বা কে দোষী নয়।’’

Advertisement

[আরও পড়ুন: তেরঙ্গার সঙ্গে ৩০ বিপ্লবীর ছবি, স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল পিকচার বদলালেন মমতা]

পার্থ, অনুব্রতর গ্রেপ্তারিতে ইডি-সিবিআইকে (ED-CBI) ধন্য ধন্য করেছে বিজেপি, সিপিএম। কোথাও কোথাও আনন্দের বহিঃপ্রকাশ করতে মিছিল, সভা হয়েছে। বিশেষত অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিখ্যাত উক্তি অনুযায়ী ‘গুড়-বাতাসা’, ‘নকুলদানা’ বিলি করেছেন বিরোধী নেতারা। এসবকে ‘অসভ্যতামি’ বলে চিহ্নিত করলেন ফিরহাদ হাকিম। আর তার বিরোধিতায় আক্রমণ শানিয়ে দলীয় কর্মীদের কাছে ফিরহাদ হাকিমের আবেদন, ‘ধৈর্য কেউ হারাবেন না।’

[আরও পড়ুন: মেদিনীপুর জেলে পতাকা তুলতে বাধা, শুভেন্দুর পর এবার রাজ্যের বিরুদ্ধে অভিযোগ সুভাষ সরকারের]

এর আগে মমতা বন্দ্য়োপাধ্যায়ও (Mamata Banerjee) বারবার বার্তা দিয়েছেন, হিংসা দিয়ে নয়, রাজনৈতিকভাবেই কেন্দ্রের নানা প্রতিহিংসামূলক কাজের জবাব দিতে হবে। ফিরহাদের গলাতেও সেই একই সুর। দলের নেতা,মন্ত্রীদের বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের পদক্ষেপে রাগ হলেও তা যেন হিংসাত্মকভাবে প্রকাশ না হয়, দলীয় কর্মীদের সেই বার্তাই দিলেন মেয়র।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement