Advertisement
Advertisement

Breaking News

KMC

কলকাতা পুরসভার কাউন্সিলর পদে শপথ ফিরহাদ-সহ তৃণমূল কাউন্সিলরদের, অনুপস্থিত বিরোধীরা

এদিনই মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন ফিরহাদ হাকিম।

Firhad Hakim and other TMC elected members take oath as councilors, opposition councilors were absent | Sangbad Pratidin

ছবি: পিণ্টু প্রধান।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 24, 2021 5:40 pm
  • Updated:December 24, 2021 6:40 pm  

কৃষ্ণকুমার দাস: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১৪৪ ওয়ার্ডে কাউন্সিলর বেছে নিয়েছেন জনতা। এবার তাঁদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পালা। শুক্রবার দুপুরে কলকাতা পুরসভায় প্রথম দফার শপথ অনুষ্ঠান হয়ে গেল। কাউন্সিলর (Councilor) পদে শপথ নিলেন মূলত শাসকদলের জয়ী প্রার্থীরাই। কারণ, বিরোধী বিজেপি ও কংগ্রেসের মোট ৪ বিধায়ক গরহাজির ছিলেন। আসেননি মেয়র পারিষদ পদ থেকে বাদ পড়া নির্বাচিত জনপ্রতিনিধি ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়ও। কাউন্সিলর পদে এদিনই অন্যদের সঙ্গে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। তারপর তিনি মেয়র পদে নিজের মনোনয়ন জমা দিয়েছেন পুর কমিশনারের কাছে।

ছবি: পিণ্টু প্রধান।

শুক্রবার নির্ধারিত সময় দুপুর ২টোর পর কলকাতা পুরসভায় শুরু হয় শপথ অনুষ্ঠান। ফিরহাদ হাকিম (Firhad Hakim), দেবাশিস কুমার, অতীন ঘোষ-সহ পুরসভার কাজে অভিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতিতে কাউন্সিলরদের শপথ পড়ান পুরসচিব খলিল আহমেদ। উপস্থিত ছিলেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর ছেলে সৌরভ বসু, নবনির্বাচিত তরুণ কাউন্সিলরও শপথ নিয়েছেন এদিন। বাংলা ছাড়াও কয়েকজন কাউন্সিলর হিন্দি, উর্দুতেও শপথ নিয়েছেন। সুমন সিং, শচীন কুমার সিং হিন্দিতে শপথবাক্য পাঠ করেন। আবার জসিমউদ্দিন, ইকবাল আহমেদ উর্দু ভাষায় শপথ নিয়েছেন। নিজের শপথ হওয়ার পরও গোটা অনুষ্ঠানে উপস্থিত থেকে সহকর্মীদের পাশে রইলেন ফিরহাদ হাকিম। পুরসভায় ঢুকে বেশ কয়েকজন নতুন কাউন্সিলর ফিরহাদকে প্রণাম করে তবেই দায়িত্ব গ্রহণ করেন। 

Advertisement

[আরও পড়ুন: পুরভোট নিয়ে কাটল জট, হাওড়া-বালি পুরসভার পৃথকীকরণ বিলে সই রাজ্যপালের]

তবে শপথ অনুষ্ঠানে আসেননি বিজেপির (BJP) তিন কাউন্সিলর – মীনাদেবী পুরোহিত, সজল ঘোষ, বিজয় ওঝা। অনুপস্থিত কংগ্রেসের (Congress) সন্তোষ পাঠকও। এছাড়া মেয়র পারিষদ পদ থেকে বাদ পড়া তৃণমূলের ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়ও গরহাজির ছিলেন। বিরোধীদের এই অনুপস্থিতি গোড়া থেকেই অসহযোগিতার বার্তা দিচ্ছে বলে  মনে করছে ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন: আরও চরমে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব, মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের সাময়িক আচার্য করার ভাবনা]

অন্যদিকে, শপথ অনুষ্ঠান শেষে ভাবী মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠক করেন। সঙ্গে ছিলেন দেবাশিস কুমার। আগামী ২৭ তারিখ মেয়র ও মেয়র পারিষদদের শপথ। ওইদিন শপথের পর কীভাবে পুরভোটের ইসতেহার  ‘দশ দিগন্ত’ কীভাবে বাস্তবায়িত হবে, তার রূপরেখা তৈরি করবেন বলে জানান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নবনির্বাচিত কাউন্সিলরদের কাজ বুঝিয়ে দিতে তাঁদের তালিম দেবেন পুরসভার কাজে  অভিজ্ঞ দুই ব্যক্তি – ডেপুটি মেয়র অতীন ঘোষ ও  মেয়র পারিষদ দেবাশিস কুমার।  হাতে-কলমে তাঁদের কাজ শেখানো হবে। সবমিলিয়ে, নতুন বোর্ড গড়ে নতুনভাবে কলকাতা পুরসভার কাজকর্ম ঢেলে সাজানোই লক্ষ্য ফিরহাদ হাকিমের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement