Advertisement
Advertisement

Breaking News

TMC-BJP

কিল খেয়ে হজম! বিল পাশ নিয়ে বিজেপি বিধায়ককে তোপ ফিরহাদের

হাওড়া পুরনিগমের সংশোধনী বিল পেশের সময় বিধানসভায় বাকযুদ্ধে জড়ান তাঁরা।

Firhad Hakim and Ashok Lahiri involved in tussle regarding way of passing bill | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 6, 2024 4:31 pm
  • Updated:February 6, 2024 4:40 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভায় বিল পাশ নিয়ে তৃণমূল-বিজেপির (TMC-BJP) মধ্যে জোর তরজা। মঙ্গলবার হাওড়া পুরনিগমের বেশ কয়েকটি সংশোধনী বিল পেশ করা হয়। তা নিয়ে আলোচনার সময়েই বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির সঙ্গে বাকযুদ্ধে জড়ান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কেন স্ট্যান্ডিং কমিটিতে বিলটি পাঠানো হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন অশোক লাহিড়ি। জবাবে ফিরহাদ সংসদে যেভাবে ন্যায় সংহিতা পাশ করানো হয়েছে, তার উল্লেখ করেন। তাতে কার্যত থেমে যেতে হয় বালুরঘাটের বিজেপি বিধায়ককেও। কেন্দ্রের কাজের দায় তাঁকে কেন নিতে হবে, তা ভেবে হতাশ হয়ে পড়েন।

মঙ্গলবার হাওড়া পুরনিগমের (Howrah Municipal Corporation) সংশোধনী বিল পেশ হয় বিধানসভায়। তার উপর আলোচনার জন্য ২ দিন সময় দেওয়া হয়েছিল। তখন বিজেপি বিধায়ক (BJP MLA) অশোক লাহিড়ি জানান, দু দিন সময় পেয়েছিলেন, কিন্তু বিষয়টি জটিল বলে সেই সময় পর্যাপ্ত নয়। বিলটি স্ট্যান্ডিং কমিটিতে (Standing Committee) পাঠানো হোক। এর সঙ্গে অনুযোগের সুরে বলেন, আগে সমস্ত বিল স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হতো। কিন্তু এখন আর তা হয় না। সংখ্যাধিক্যের জোরেই বিল পাশ হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: কুকুরের পাত থেকে বিস্কুট তুলে দলীয় কর্মীকে দিলেন রাহুল গান্ধী! ভাইরাল ন্যায় যাত্রার ভিডিও]

তাঁর এই কথা শুনে ফিরহাদ হাকিম তাঁকে মনে করিয়ে দেন, কীভাবে সংসদে (Parliament) ন্যায় সংহিতা পাশ করানো হয়েছে। সেটিও সংসদে বিজেপির সংখ্যাগরিষ্ঠের জোরেই পাশ হয়ে যায়। কোনও বিরোধীকেই বলার সুযোগ দেওয়া হয়নি। তাঁর এসব যুক্তি শুনে পালটা উত্তর না দিতে পেরে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি হতাশ হন। কিছুটা আক্ষেপের সুরে বলতে শোনা যায়, কেন্দ্রে কী হচ্ছে, তার দায় কি তাঁদের? সংখ্যাগরিষ্ঠ ভোটে কেন্দ্রের সরকারের কার্যপদ্ধতিকে এড়িয়ে একইভাবে নির্বাচিত রাজ্য সরকারের কাজের পদ্ধতির তুলনা নিয়ে প্রশ্ন তুলে নিজেই নিজের জালে জড়ালেন, তাও বুঝতে পারেন। ফলে কিল খেয়ে কিল হজমই করতে হল তাঁকে।

[আরও পড়ুন: CAG রিপোর্ট নিয়ে বিজেপির আলোচনার দাবি খারিজ স্পিকারের, তুমুল হট্টগোল বিধানসভায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement