Advertisement
Advertisement
বিদ্ধংসী আগুন

ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বসতিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

Fire vbroke out near dhakuria station on saturday night

ছবি: প্রতীকী

Published by: Sucheta Chakrabarty
  • Posted:March 14, 2020 9:45 pm
  • Updated:March 15, 2020 11:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকুরিয়া স্টেশনের পাশে সেলিমপুরে রেললাইন লাগোয়া বসতিতে বিধ্বংসী আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন। আগুন পুড়ে ছাই বসতির বেশ কয়েকটি ঘর। দাহ্য পদার্থ মজুত থাকায় ও ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়ায় বলে জানান দমকল কর্মীরা।  বসতি লাগোয়া বাকি বাড়ির জানলা বন্ধ রাখার নির্দেশ দেন দমকল কর্মীরা।

[আরও পড়ুন:পরিবহণেও করোনা সতর্কতা, সরকারি বাস ডিপোয় জীবাণুমুক্ত প্রক্রিয়া শুরু]

স্থানীয়রা জানান, “হঠাৎই বসতির একটি ঘর থেকে আগুন বেরোতে দেখেন তারা। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় তা দ্রুত ছড়িয়ে যেতে শুরু করে।” শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকল কর্মীদের। ঘটনার জেরে ব্যহত শিয়ালদহ ঢাকুরিয়া ট্রেন চলাচল। সমস্য়ায় পড়েছেন অফিস ফেরত নিত্যযাত্রীরা।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement