Advertisement
Advertisement

Breaking News

আগুনের খবর দিতে ৭০ মিনিট দেরি, দমকল কর্তাকে শো-কজ

বিষয়টি জানার পরই গোপনে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন রাজ্যের দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷

Fire staff show caused after late information of incident
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2016 3:51 pm
  • Updated:September 29, 2016 4:05 pm  

স্টাফ রিপোর্টার: কন্ট্রোলরুমে আগুন লাগার খবর আসার ৭০ মিনিট পর ঊর্ধ্বতনকে জানিয়েছিলেন৷ এই গাফিলতির দায়ে শো-কজ হলেন এক দমকল কর্তা৷ একইসঙ্গে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷

আগুন লাগলে প্রায়ই অভিযোগ ওঠে, দেরিতে দমকল পৌঁছনোয় ক্ষয়ক্ষতি বেড়ে গিয়েছে৷ দফতরের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে কড়া নজরদারি রেখেছিলেন রাজ্যের নয়া দমকলমন্ত্রী৷ ভাঙড়ের বড়ালি শিল্পতালুকের এক অগ্নিকাণ্ডের ঘটনায় দেরিতে দমকল পৌঁছনোর কারণ অনুসন্ধানে গাফিলতির ঘটনা জানতে পারেন তিনি৷ ওই দিন আগুন লাগার খবর দমকলের কন্ট্রোলরুমে আসার ৭০ মিনিট বাদে দায়িত্বে থাকা দমকলের অফিসার কে এন ভট্টাচার্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন৷

Advertisement

স্বভাবতই আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নিতে দেরি হয় দমকল দফতরের৷ যদিও খবর আসার সঙ্গে সঙ্গেই দমকলের মন্ত্রী ও ডিজি-সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোই রীতি৷ কারণ, খবর পাওয়ার পর আগুন নেভাতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে থাকেন মন্ত্রী ও ডিজিই৷ কিন্তু মঙ্গলবার ভাঙড়ের বড়ালি শিল্পতালুকের তা করা হয়নি৷

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ ভাঙড়ের বাসিন্দারা তাঁকে অভিযোগ করেন, খবর দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর দমকল এসেছে৷ বিষয়টি নিয়ে গোপনে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মন্ত্রী৷ জানা যায়, কণ্ট্রোলরুমে ডিউটিতে থাকা অফিসার কে এন ভট্টাচার্য খবর পাওয়ার পর ঊর্ধ্বতনকে না জানিয়ে কার্যত ‘চুপ করে বসে ছিলেন’৷ তাই শো-কজ করা হয়েছে তাঁকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement