Advertisement
Advertisement

Breaking News

ডন বসকো স্কুলে আগুন-আতঙ্ক, নিরাপদে পড়ুয়ারা

অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো পরিস্থিতিই নিয়ন্ত্রণে চলে আসে৷ জানা যাচ্ছে, নিরাপদেই আছে পড়ুয়ারা৷

Fire panic at Don Bosco Scool
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 1:43 pm
  • Updated:January 7, 2020 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে মেট্রোয় আগুন লাগার পর পর ফের আগুনের আতঙ্ক গ্রাস করল শহরকে৷ ডন বসকো স্কুলের ছাদের একাংশে আগুন দেখা গেলে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র ও অভিভাবকরা৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন৷ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

বুধবার স্কুল চলাকালীন আচমকাই ধোঁয়া দেখা যায় ডন বসকো স্কুল ভবনের ছাদে৷ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় ছাত্রদের মধ্যে৷ খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন অভিবাকরাও৷ তবে খুব ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয় স্কুল কর্তৃপক্ষ৷ আতঙ্ক ছড়িয়ে পড়লে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকত৷ তা এড়াতে উপস্থিত বুদ্ধির পরিচয় দেয় কর্তৃপক্ষ৷ ছাত্রদের নামিয়ে আনা হয় ধীরে সুস্থে৷ এর মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন৷ অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো পরিস্থিতিই নিয়ন্ত্রণে চলে আসে৷ জানা যাচ্ছে, নিরাপদেই আছে পড়ুয়ারা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement