Advertisement
Advertisement

Breaking News

স্কুল অফ ট্রপিক্যালে আগুন, ব্যাহত পরিষেবা

এসিতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে অনুমান দমকলের৷

Fire in Tropical Medicine.
Published by: Sayani Sen
  • Posted:November 12, 2018 12:02 pm
  • Updated:November 12, 2018 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে অগ্নিকাণ্ড৷ এবার আগুন লাগল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে৷ সোমবার সকালে দোতলার সিসিইউ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে যান রোগী ও তাঁদের পরিজনরা৷ দমকলের ৩টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷

[ভূতের ভয় দেখিয়ে পরিবেশ রক্ষায় পথ দেখাল পাটুলি]

শহরের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে একটি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন৷ অন্যান্য দিনের মতো সোমবার সকালে বহু রোগী হাসপাতালে ভিড় জমান৷ সকাল সাড়ে দশটা নাগাদ আচমকাই দোতলার সিসিইউ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়৷ মুহূর্তের মধ্যেই আশেপাশের ওয়ার্ডও কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা৷ আতঙ্কে নিচে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন৷ শুরু হয় আগুন নেভানোর কাজ৷ আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷

Advertisement

[হাতিয়ার ‘ঠাগস অফ হিন্দোস্তান’, সচেতনতা বাড়াতে নয়া পন্থা কলকাতা পুলিশের]

দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, সিসিইউ-তে থাকা এসিতে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড৷ অগ্নিকাণ্ডের ঘটনায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি হাসপাতালে৷ আপাতত সিসিইউ বন্ধ করে দেওয়া হয়েছে৷ সকাল সকাল আগুন আতঙ্কের জেরে কিছুক্ষণের জন্য হাসপাতালের মেন গেট বন্ধ হয়ে যায়৷ ব্যাহত হয় পরিষেবা৷ তবে আগুন লাগার ঘণ্টাদুয়েক পর থেকেই ফের স্বাভাবিক স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement