Advertisement
Advertisement

Breaking News

চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের

আগুন লাগে তপসিয়া এবং পোস্তাতেও৷

Fire in Kolkata Hospital
Published by: Sayani Sen
  • Posted:November 20, 2018 12:32 pm
  • Updated:November 20, 2018 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল শহরের তিনপ্রান্তে আগুন৷ মঙ্গলবার সকালে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের রিসার্চ উইংয়ের জেনেটিক ল্যাবে আগুন লেগে যায়৷ তপসিয়ায় ট্রান্সফর্মার থেকে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ পোস্তায় একটি বন্ধ দোকান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান দমকল কর্মীরা৷ চলছে আগুন নেভানোর কাজ৷

[‘বিজেপি মিটিং-মিছিলের অনুমতি পেলেও, পাচ্ছে না সিপিএম’, অভিযোগ সূর্যর]

শহরের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির মধ্যে অন্যতম হাজরা মোড়ের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল৷ অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন হাসপাতালে৷ আচমকাই হাসপাতালের চারতলায় রিসার্চ উইংয়ের জেনেটিক ল্যাবে সাদা ধোঁয়া দেখতে পান রোগীরা৷ হুড়োহুড়ি শুরু করেন তাঁরা৷ হাসপাতালের কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন৷ চারতলা থেকে সকলেই নিচে নেমে আসেন৷ জেনেটিক ল্যাবে প্রচুর সংখ্যক বৈদ্যুতিন সরঞ্জাম রয়েছে৷যান্ত্রিক ত্রুটির জেরেই আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান হাসপাতাল কর্মীদের৷ খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাসাধ্য চেষ্টা করছেন দমকল কর্মীরা৷ হাসপাতাল চত্বরে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশও৷ একাধিক যন্ত্রে ঠাসা জেনেটিক ল্যাব থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সকলেই৷ আপাতত হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত চিকিৎসা পরিষেবাও৷ হাসপাতাল সূত্রে খবর, রোগী এবং রোগীর আত্মীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে৷

Advertisement

[কাটল আইনি জটিলতা, মুখ্যমন্ত্রীর উদ্যোগে জমির মালিকানা পেলেন ছিটমহলবাসী]

এছাড়া শহরে আরও দুটি পৃথক অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে৷ তপসিয়ায় একটি ট্রান্সফর্মারে আগুন লাগে৷ ওই ট্রান্সফর্মার থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের বহুতলে৷ বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে বহুতলটিতে৷ রয়েছে গাড়ির শোরুমও৷ তাই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও এড়িয়ে যেতে পারছেন না দমকল কর্মীরা৷ ঘটনাস্থলে রয়েছে দমকলের দুটি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ৷

[‘কী কথা মন্থরার মুখে!’ সিঙ্গুর ইস্যুতে বিরোধীদের কটাক্ষ কৃষিমন্ত্রীর]

পাশাপাশি, মঙ্গলবার সকালে পোস্তার ১৯ নম্বর নলিনী শেঠ রোডেও একটি বন্ধ দোকানে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে৷ একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন৷ চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ সমস্যায় পড়েন দমকল কর্মীরা৷ ওই বন্ধ দোকানে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement