সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুবি মোড়ের কাছে বহুতলের দোতলায় আগুন৷ বুধবার সকালে আচমকাই ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা৷ মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ কী কারণে ওই বহুতলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি৷
কসবা থানার কাছে রুবি কানেক্টরে অবস্থিত ওই বহুতলে বেশ কয়েকটি আবাসন রয়েছে৷ এছাড়াও ওই বহুতলে রয়েছে বেশ কয়েকটি শোরুম৷ বুধবার সকাল নটা নাগাদ আচমকাই ওই বহুতলের দোতলায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা৷ ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা৷ মুহূর্তের মধ্যেই প্রায় গোটা এলাকাই কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে একে একে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ ওই বহুতলের দোতলার কাচ ভেঙে চলছে আগুন নেভানোর কাজ৷ অতিরিক্ত ধোঁয়ার জেরে ইতিমধ্যেই বেশ কয়েকজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কী কারণে আগুন লাগল, তা এখনও জানতে পারেননি দমকলকর্মীরা৷ তবে তাঁদের অনুমান, দোতলায় থাকা শোরুমে হয়তো কোনও দাহ্য বস্তু মজুত ছিল, তার জেরে ক্রমশই কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে বহুতল চত্বর৷
এদিকে, অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতলের আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন৷ তাঁদেরও উপর থেকে নিচে নামিয়ে আনার কাজ চলছে৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.