Advertisement
Advertisement

Breaking News

জনবহুল এলাকার মিষ্টি কারখানায় আগুন, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ৷  

Fire in Jadubabur Bazar, locals blame illegal factory
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 17, 2018 6:26 pm
  • Updated:September 17, 2018 8:11 pm  

মণিশংকর চৌধুরি ও তনুময় ঘোষাল: ঘন জনবসতিপূর্ণ এলাকা৷ অপরিসর রাস্তার দু’ধারে গায়ে গায়ে বাড়ি৷ এমনই এলাকায় চলছে মিষ্টির কারখানা৷ আতঙ্কে ছিলেন ভবানীপুরের যদুবাজারের অভয় সরকার লেনের বাসিন্দারা৷  সোমবার অগ্নিকাণ্ডের পর ক্ষোভ উগরে দিলেন তাঁরা৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেআইনিভাবে বসতি এলাকায় চলছে কারখানা৷ প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি৷ উলটে তাঁদেরই হুমকি দিয়েছেন শহরের বিখ্যাত মিষ্টির দোকানের মালিক৷

[ বাগরির আগুন নেভার আগেই শহরে ফের অগ্নিকাণ্ড যদুবাবুর বাজারে]

Advertisement

শহরের ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ড যে কতটা ভয়াবহ হতে পারে, তা ‘জ্বলন্ত’ উদাহরণ বাগরি মার্কেট৷ ৩৬ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে৷ কিন্তু নেভানো তো দূর, নতুন করে ছড়াচ্ছে আগুন৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দমকল৷ এরইমধ্যে সোমবার দুপুরে ফের শহরে অগ্নিকাণ্ড! এবার ভবানীপুরের যদুবাবু বাজারের অভয় সরকার লেনে৷ সোমবার দুপুরে আগুন লেগে যায় একটি মিষ্টি কারখানায়৷ দমকলের তৎপরতায় বড় কোনও অঘটন ঘটেনি৷ তবে, স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক কাটছে না৷

এ শহরের প্রসিদ্ধ মিষ্টির দোকান বলরাম মল্লিক৷ উত্তর থেকে দক্ষিণ৷ কলকাতার বিভিন্ন প্রান্তে তাদের দোকান৷  সোমবার ভবানীপুরে যে মিষ্টির কারখানাটিতে আগুন লাগে, সেই কারখানাটি প্রসিদ্ধ মিষ্টি প্রস্তুতকারক সংস্থারই৷যদুবাবু বাজারের অভয় সরকার লেনের বাসিন্দাদের অভিযোগ, প্রায় পনেরো বছর ধরে পাড়ার মধ্যে কারখানাটি চলছে৷ মিষ্টি তৈরির জন্য কারখানার চারতলা ভবনে প্রতিদিন ২৫ থেকে ৩০টি গ্যাসের সিলিন্ডার মজুত করে রাখা হয়৷ যদি কোনওভাবে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ কিংবা আগুন লেগে যায়, তাহলে পরিণাম কী হবে, তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা৷ অবিলম্বে কারখানাটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন তাঁরা৷ প্রশাসন, এমনকী পুলিশেও অভিযোগ জানানো হয়েছে ৷ কিন্তু, কোনও লাভ হয়নি৷ উলটে ওই মিষ্টি কারখানার কর্তৃপক্ষ দাদাগিরি দেখিয়েছে বলে অভিযোগ৷ এর আগে ভবানীপুরের বলরাম মল্লিকের ওই মিষ্টি কারখানার অবশ্য কোনও দুর্ঘটনা ঘটেনি৷    

[ কোথায় মালিক? জ্বলন্ত বাগরিতে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে ফিরহাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement