Advertisement
Advertisement
NT one studio

সাতসকালে কলকাতায় অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে NT-1 স্টুডিওর একাংশ

কীভাবে লাগল আগুন, কারণ নিয়ে ধন্দ।

Fire erupted in NT one studio in Kolkata | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 19, 2023 9:46 am
  • Updated:March 19, 2023 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুনের গ্রাসে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর (NT-1 Srudio) একাংশ। রবিবার সকালে পাঁচটা নাগাদ আচমকাই স্টুডিওর একাংশে আগুন ধরে যায়। দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবু শেষরক্ষা হয়নি। কার্যত ছাই হয়ে গিয়েছে স্টুডিওর স্টোর রুম। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আশপাশের পরিবারের বৃদ্ধ-বৃদ্ধারা। তাঁদের বাড়ি থেকে বের করে আনা হয়েছে। 

[আরও পড়ুন: ডিএ বিতর্কের মধ্যেই সরকারি দপ্তরে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর]

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল পাঁচটা নাগাদ আচমকা স্টুডিওর একাংশ থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন তাঁরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেননি। কিন্তু কোনও লাভ হয়নি। দমকলের ৩টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আপাতত পকেট ফায়ার নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ততক্ষণে অবশ্য স্টুডিওর একাংশ ছাই হয়ে গিয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জের! দুর্গাপুরের দুই সন্তান-সহ দম্পতির রহস্যমৃত্যু]

স্টুডিওর স্টোররুমে শুটিংয়ের বহু জিনিস মজুত থাকে। যার অধিকাংশ দাহ্য পদার্থ। ফলে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। সেই বিপদ অবশ্য় এড়ানো গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement