Advertisement
Advertisement

Breaking News

ভবানীপুরে বহুতলে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১

বন্ধ ঘর থেকে উদ্ধার হয় ওই ব্যাক্তির দগ্ধ দেহ৷

Fire engulfs multi-storey building in Kolkata, 1 dead

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 10:50 am
  • Updated:March 15, 2017 10:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ভয়বহ আগুন লাগল দক্ষিণ কলকাতার এক আবাসনের চার তলায়৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ভবানীপুরের যদুবাবুর বাজারের কাছে একটি আবাসনে৷

[আজ শুরু উচ্চ মাধ্যমিক, প্রশ্ন ফাঁস এড়াতে বিশেষ ব্যবস্থা সংসদের]

Advertisement

এদিন বেলা ৩টে ১০ মিনিট দিকে আগুন প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ ভিতরের এক বন্ধ ঘর থেকে সম্পূর্ণ দগ্ধ এক ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷

[মেডিক্যাল থেকে চুরি যাওয়া শিশু কার? উত্তর মিলবে ডিএনএ টেস্টে]

মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ কেনই বা ভবানীপুরের মতো এলাকার ওই আবাসনে আগুন লাগল, সেই সম্পর্কেও কোনও তথ্য মেলেনি৷ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ৷

[মেডিকাকে তোপ, মৃত সুনীল পাণ্ডের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement