সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দুপুরে আগুন লেগে আতঙ্ক ছড়াল ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরির সদর দফতরে। নেতাজি ইন্ডোরের উল্টো দিকের ভবনে আগুনে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে দমকলের আটটা ইঞ্জিন ঘন্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে।
#FLASH Fire breaks out at Indian Ordnance Factory Board Head Office in central Kolkata, 5 fire tenders on the spot pic.twitter.com/muXGbCnE5K
— ANI (@ANI_news) January 7, 2017
আগুন লাগার কারণ না জানা গেলেও সূত্রের খবর, শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। শনিবার দুপুরে ভবনের একতলায় আচমকাই আগুনের শিখা দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। জানালার কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য এখনও জানা যায়নি।
নেতাজি ইন্ডোরের উল্টো দিকের ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। এদিনই নেতাজি ইন্ডোরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তার আগেই এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। তবে পুলিশ ও দমকলকর্মীদের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
Fire breaks out at Indian Ordnance Factory Board Head Office in central Kolkata, 5 fire tenders on the spot pic.twitter.com/PXQQ9yMUt2
— ANI (@ANI_news) January 7, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.