Advertisement
Advertisement

সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই অন্তত ৫০টি দোকান

দমকল কর্মীদের তৎপরতায় এড়ানো গেল প্রাণহানি।

Fire engulfed at Newtown market
Published by: Sucheta Sengupta
  • Posted:February 7, 2019 11:32 am
  • Updated:February 7, 2019 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন। পুড়ে গিয়েছে অন্তত ৫০টি দোকান এবং দোকান লাগোয়া ঝুপড়ি। আগুনে দগ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। হাসপাতালে সংকটজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসুস্থ এক দমকলকর্মীও।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার ভোর ৪ টে ২০ নাগাদ আচমকাই আগুন লেগে যায় নিউটাউনের মার্কেটটিতে। জানা গিয়েছে, এই মার্কেটে বেশিরভাগই ঝুপড়ি দোকান। হোটেল, রেস্তরাঁ ছাড়াও অন্যান্য দোকান রয়েছে। মনে করা হচ্ছে, দোকানের ভিতরের কোনও একটি সিলিন্ডার ফেটেই বিপত্তি। আগুন দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গে ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু পরপর সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন আরও ছড়িয়ে যায়। তা নিয়ন্ত্রণ করতে পরে আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। শেষপর্যন্ত দমকলের ৯টি ইঞ্জিনের সাহায্যে সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে খবর। তবে ততক্ষণে বাজার পুড়ে ছাই। ভস্মীভূত ঝুপড়ি দোকানগুলিও। জীবিকার সম্বলটুকু হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের। এর মধ্যে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দোকান থেকে জিনিসপত্র বের করতে যান ইনসান আলি মোল্লা নামে এক ব্যবসায়ী। সেসময়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় দগ্ধ হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানান।  

Advertisement

newtown-fire2

রাস্তায় পড়াশোনা করে স্কুল পেরিয়ে কলেজে, ছাত্রীর পাশে থাকার বার্তা পার্থর

কিন্তু কীভাবে এমন বিধ্বংসী আগুন লাগল সাপুরজি মার্কেটে?  এই প্রশ্নের উত্তর এখনও অজানা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, গ্যাস সিলিন্ডার ধারাবাহিকভাবে বিস্ফোরণের ফলে এমন বড় আকার নিয়েছে আগুন। তবে দমকল কর্মীদের দাবি, তাঁদের তৎপরতায় দ্রুত অন্যান্য সিলিন্ডারগুলিকে বাইরে নিয়ে আসায় বড় বিপদ থেকে বাঁচানো গিয়েছে। নাহলে প্রাণহানির আশঙ্কা ছিল। তবে আগুন নেভাতে গিয়ে প্রবল ধোঁয়ায় শ্বাসকষ্টের মধ্যে পড়েন ডি সিংহ নামে এক দমকল কর্মীও। খবর পেয়ে পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন দমকল প্রতিমন্ত্রী সুজিত বসু।

  ঝামেলা করে ছেলে, ভরসা করে প্রতিবেশীর কাছে গয়না রেখে খোয়ালেন প্রৌঢ়া

আজ থেকেই নিউটাউনের কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশবিদেশের বহু শিল্পপতি ইতিমধ্যেই শহরে পৌঁছেছেন। ২ দিনের সম্মেলন উপলক্ষ্যে নিউটাউন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার আগে এধরনের অগ্নিকাণ্ড চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দমকল সূত্রে খবর। একদিকে দোকান অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই – কয়েক মুহূর্তের আগুনে দুইই হারিয়েছেন সাপুরজি মার্কেটের ব্যবসায়ীরা। প্রাণে রক্ষা পেলেও, ফের নতুন করে সবটা গুছিয়ে নেওয়ার মতো চ্যালেঞ্জের মুখে কিছুটা ভেঙে পড়ছেন তাঁরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement