চলছে নেভানোর কাজ। ছবি: সায়ন্তন ঘোষ।
নিরুফা খাতুন: শহরে ফের অগ্নিকাণ্ড। এবার ইমএম বাইপাসের ধারে কালিকাপুরের ঝুপড়িতে আগুন লেগেছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে, দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। এলাকায় রয়েছে ঘন জনবসতি। ফলে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে আরও ভয়ংকর রূপ নিতে পারে বলে আশঙ্কা। কী থেকে আগুন তা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন আতঙ্ক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল পাঁচটা থেকে সোয়া পাঁচটার মধ্যে একটি ঝুপড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বাকি তিনটি বাড়িতে। ঝুপড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে সেই আগুন আরও ছড়িয়ে পড়ে। গ্যাস জ্বালাতে গিয়ে বা কোনও ফুলকি থেকে না কি শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় চারটি ঝুপড়ি। তীব্রতা এতটাই ছিল যে তা পাশের বহুতলেও অনুভূত হয়েছে। দীর্ঘ চেষ্টার পর আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।
কী থেকে এই আগুন তা স্পষ্ট নয়। এক দমকল আধিকারিক জানিয়েছেন, “কী থেকে আগুন লেগেছে তা এখনই বলা মুশকিল। তবে কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে এখন তা নিয়ন্ত্রণে। এখন পকেট ফায়ারগুলো নেভানোর কাজ চলছে।”
আগে বার বার আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা এড়াতে সর্তকতামূলক নির্দেশ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে। এর পরও বার বার এমন ঘটনা ঘটায় উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.