Advertisement
Advertisement

Breaking News

বউবাজারে লরেটো স্কুলের সামনে রাসায়নিক গুদামে আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা

যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ।

Fire broke out in front of Loreto School | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 11, 2023 8:59 am
  • Updated:August 11, 2023 1:39 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: সাতসকালে খাস কলকাতা বহুতলের একতলায় বিধ্বংসী আগুন। রাসায়নিক গুদামে আগুন লাগায় দ্রুত গতিতে ছড়াচ্ছে লেলিহান শিখা। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ।

বউবাজারের বি বি গাঙ্গুলী স্ট্রিটে লরেটো স্কুলের সামনেই এই বহুতলটি। নিচে রাসায়নিক গুদাম। উপরে আবাসিকরা থাকেন। শুক্রবার সাতসকালে বহুতলের একতল থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। দ্রুত গতিতে শুরু করে আগুনকে অ্যারেস্ট করার কাজ। তবে একে ঘিঞ্জি, তার উপর রাসায়নিক গুদাম, ফলে দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।

Advertisement

[আরও পড়ুন: ‘JU হস্টেল নিয়ে রোমান্টিসিজম ছিল’, স্বপ্নদীপের মৃত্যুর পর বিস্ফোরক আরেক ছাত্র]

কাছেই লরেটো স্কুল, সকাল থেকেই খুদেদের আনাগোনা। এদিকে বহুদতলের উপরে আবাসিকরা। সাতসকালে  ফলে সকলকে সুস্থভাবে এলাকা থেকে সরানোই চ্যালেঞ্জ ছিল দমকল আধিকারিকদের কাছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, হতাহতের কোনও খবর নেই। চলছে আগুন নেভানোর কাজ। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন নেভার পরই কারণ জানা যাবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

 

[আরও পড়ুন: ‘নিখোঁজ’ রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, বোলপুর মহকুমা হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement