Advertisement
Advertisement

Breaking News

মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩৮টি ইঞ্জিন

দমকলকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও এখনও আয়ত্তে আসেনি আগুন৷ দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও!

Fire broke out in a Chemical Factory of Madhyamgram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 8:59 am
  • Updated:January 5, 2017 9:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে ভয়বহ আগুন লাগল কলকাতা বিমানবন্দরের কাছে মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকার এক রাসায়নিক কারখানায়৷ রাত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ৩৮টি ইঞ্জিন৷ তবে ১৩ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ রাসায়নিক গ্যাসের তীব্রতার কারণে অসুস্থ হয়ে পড়েছেন চার দমকলকর্মী৷

বুধবার গভীর রাতে কারখানার ভিতর থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা৷ বাইরে এসে তাঁরা দেখতে পান রাসায়নিক কারখানাটি দাউদাউ করে জ্বলছে৷ জানা গিয়েছে, কারখানার এক তলায় দাঁতের মাজন, দোতলায় জামা-কাপড় ও তিন তলায় কীটনাশকের গুদাম ছিল৷ দাহ্য পদার্থ থাকার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ রাসায়নিক মজুত থাকায় ছড়াতে থাকে বিষাক্ত গ্যাস৷

আগুনের খবর পেয়েই ছুটে আসে দমকলের ৩৮টি ইঞ্জিন৷ তবে কারখানায় প্রচুর পরিমানে রাসায়নিক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের৷ রাসায়নিক গ্যাসে অসুস্থ হয়ে পড়েন চার দমকলকর্মী৷ অভিযোগ কারখানাটি বিপজ্জনক অবস্থায় চলছিল৷ কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না৷ ঘটনার পর থেকেই পলাতক কারখানার মালিক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement