সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে ভয়বহ আগুন লাগল কলকাতা বিমানবন্দরের কাছে মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকার এক রাসায়নিক কারখানায়৷ রাত থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ৩৮টি ইঞ্জিন৷ তবে ১৩ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ রাসায়নিক গ্যাসের তীব্রতার কারণে অসুস্থ হয়ে পড়েছেন চার দমকলকর্মী৷
#WATCH Fire broke out at a chemical factory in Madhyamgram (North 24 Parganas, West Bengal).3 firemen injured,efforts still on to douse fire pic.twitter.com/OtmDkXP2lO
— ANI (@ANI_news) January 5, 2017
বুধবার গভীর রাতে কারখানার ভিতর থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা৷ বাইরে এসে তাঁরা দেখতে পান রাসায়নিক কারখানাটি দাউদাউ করে জ্বলছে৷ জানা গিয়েছে, কারখানার এক তলায় দাঁতের মাজন, দোতলায় জামা-কাপড় ও তিন তলায় কীটনাশকের গুদাম ছিল৷ দাহ্য পদার্থ থাকার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ রাসায়নিক মজুত থাকায় ছড়াতে থাকে বিষাক্ত গ্যাস৷
আগুনের খবর পেয়েই ছুটে আসে দমকলের ৩৮টি ইঞ্জিন৷ তবে কারখানায় প্রচুর পরিমানে রাসায়নিক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের৷ রাসায়নিক গ্যাসে অসুস্থ হয়ে পড়েন চার দমকলকর্মী৷ অভিযোগ কারখানাটি বিপজ্জনক অবস্থায় চলছিল৷ কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না৷ ঘটনার পর থেকেই পলাতক কারখানার মালিক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.