Advertisement
Advertisement

মেগা কার্নিভালের প্রস্তুতির মাঝেই রেড রোডে আগুন, পুড়ে ছাই প্যান্ডেলের একাংশ

খতিয়ে দেখা হল রেড রোডের অগ্নি নির্বাপণ ব্যবস্থা।

 Fire broke out at Red Road just a day ahead of Pujo Carnival
Published by: Sayani Sen
  • Posted:October 22, 2018 7:23 pm
  • Updated:October 22, 2018 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেড রোডে কার্নিভালের প্যান্ডেলে আগুন৷ সোমবার সন্ধে নাগাদ আচমকাই একটি প্যান্ডেলের আগুন জ্বলতে দেখা যায়৷ চোখে পড়ে প্যান্ডেলে কর্মরতদের৷ আচমকাই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা৷ খবর পৌঁছায় দমকলে৷ একে একে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়৷ দমকল কর্মীদের তৎপরতায় আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে৷ স্বাভাবিক হয় পরিস্থিতি৷

[মঙ্গলে পুজো কার্নিভাল, জোরকদমে সেজে উঠছে রেড রোড]

মঙ্গলবার বিকেলেই বিসর্জনের কার্নিভ্যাল৷ তার আগে সেজে উঠছে রেড রোড৷ সোমবার সন্ধেয় যুদ্ধকালীন তৎপরতায় কার্নিভ্যালের প্রস্তুতি চলছিল৷ আচমকাই সেই সময় একটি প্যান্ডেলে আগুন জ্বলতে দেখা যায়৷ ব্যস্ত রেড রোডে মেগা কার্নিভ্যালের আগেই আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মরতরা৷ যদিও আগুন বড়সড় আকার নেয়নি৷ দমকলকর্মীদের তৎপরতায় আধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ মেগা কার্নিভালের আগে অগ্নিকাণ্ডের ঘটনায় চিন্তিত সকলেই৷ অগ্নি নির্বাপক ব্যবস্থাও এদিন আরও একবার খতিয়ে দেখা হয়৷

Advertisement

[কোজাগরী লক্ষ্মীপুজোয় বাজার আগুন, মাথায় হাত মধ্যবিত্তের]

শোভাযাত্রার জন্য মঙ্গলবার রেড রোড পুরোপুরি বন্ধ থাকবে৷ বুধবার যান চলাচলের গতিপ্রকৃতি দেখে রাস্তা খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে, বুধবার দুপুর পর্যন্ত বন্ধই থাকছে রেড রোড৷ হসপিটাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, মেয়ো রোডের একাংশ বন্ধ থাকবে বলেও জানা গিয়েছে৷ উত্তর-দক্ষিণে যাতায়াতের জন্য ভরসা জওহরলাল নেহেরু অ্যাভিনিউ৷ ফলে, সেখানে যান চলাচলে বেশ খানিকটা চাপ থাকার আশঙ্কা রয়েছে৷ শোভাযাত্রা শুরুর কিছু আগে স্ট্র্যান্ড রোড বন্ধ করে দেওয়া হবে বলেও পুলিশ সূত্রে খবর৷ ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিশের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করতেও অনুরোধ জানানো হয়েছে৷ কার্নিভ্যাল উপলক্ষে তারস্বরে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। একইভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন জেলার বেশ কিছু ক্ষেত্রে। বিসর্জনের সময় যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সে ব্যাপারে সতর্ক থাকছে পুলিশ৷ বিশ্ব বাংলা শারদ সম্মানের শিরোপা পাওয়া পুজো কমিটিগুলিই মূলত রেড রোডের কার্নিভ্যালে অংশ নেবে। এবারের কার্নিভ্যালে থাকবেন বিদেশি প্রতিনিধিরাও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement