সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহে ছাতার হাতল তৈরির কারখানা-সহ মোট তিনটি কারখানায় ভয়াবহ আগুন৷ ১৭টি ইঞ্জিনের আপ্রাণ চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে এল আগুন, খবর সংবাদসংস্থার৷
রবিবার ১৩ নম্বর সাউথ শিয়ালদহ রোডে একটি ছাতার হাতল তৈরির কারখানায় আগুন লাগে৷ দুপুর তিনটে নাগাদ আগুন লাগলেও দমকলের বিরুদ্ধে দেরি করে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের৷ প্রায় দেড় ঘন্টার চেষ্টায় দমকলের ১৭টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে৷ কারখানায় পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থা ছিল না বলে অভিযোগ দমকলের৷
সেলস ট্যাক্সের কাছে ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ বিষাক্ত ধোঁয়ায় নাজেহাল হয়ে পড়েন তাঁরা৷ সূত্রের খবর, বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে৷ গোটা এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷ পদ্ম পুরষ্কারের জন্য মনোনীত বিপিন গনোত্রাকেও এদিন আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সঙ্গে দেখা যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.