Advertisement
Advertisement

Breaking News

Salt lake fire

কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকে, পুড়ে ছাই এফডি মার্কেটের বহু দোকান

সিলিন্ডার ফেটে জখম ১।

Fire breaks out in Salt lake FD market | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 12, 2023 9:32 am
  • Updated:January 12, 2023 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকে (Salt Lake)। পুড়ে খাক বাজারের শতাধিক ঝুপড়ি দোকান। সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক দোকানদার। তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের পুলিশ কমিশনার। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ সল্টলেকের এপডি ব্লকের বাজারে আগুন লাগে। ওই বাজারে শতাধিক ঝুপড়ি দোকান রয়েছে। তারই একটিতে আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল ওই দোকানগুলিতে। গোদের উপর বিষফোঁড়ার মতো হাওয়া বইছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দমকলে খবর দেয়। ১৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবুও বেলা ন’টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Advertisement

[আরও পড়ুন: দাঙ্গা বাঁধাতে তহবিল সংগ্রহ করত মধ্যপ্রদেশের জঙ্গিনেতা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

 

দমকল সূত্রে খবর, ওই এলাকায় প্যান্ডেলের প্রচুর বাঁশ মজুত রয়েছে। পাশাপাশি হাওয়া রয়েছে। একদিকে আগুন নেভানো হলে অন্যদিকে আগুন ধরে যাচ্ছে। পকেট ফায়ার রয়েছে বিভিন্ন জায়গায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কমিশনারও। কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। কারণ জানার চেষ্টা চলছে। মন্ত্রী জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছু কিছু পকেট ফায়ার রয়েছে। তা নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা।”

[আরও পড়ুন: দাঙ্গা বাঁধাতে তহবিল সংগ্রহ করত মধ্যপ্রদেশের জঙ্গিনেতা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

এদিকে আগুনের তাপে একটি দোকানের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। জখম হয়েছেন এক দোকানদার। এক পুরকর্মীও আহত হয়েছেন বলে সূত্রের খবর। মনে করা হচ্ছে, অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে স্থানীয় দোকান মালিকদের।

দেখুন ভিডিও

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement