Advertisement
Advertisement

রাতের শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, গড়িয়াহাটে পুড়ে ছাই নামী শাড়ির দোকান

আগুনের জেরে রাসবিহারী থেকে গোলপার্ক পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ৷

Fire breaks out in Gariahat
Published by: Sayani Sen
  • Posted:January 20, 2019 8:38 am
  • Updated:January 20, 2019 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড৷ শহরে ফিরল বাগরি মার্কেটের স্মৃতি৷ এবার ঘটনাস্থল গড়িয়াহাট মোড়৷ শনিবার গভীর রাতে ওই এলাকার একটি বহুতল লাগোয়া নামী শাড়ির দোকানে আগুন লেগে যায়৷ রাত থেকেই ১৯টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ ঘটনার পর থেকে প্রায় সাড়ে সাত ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ 

GARIAHAT-FIRE

Advertisement

[ব্রিগেড থেকে ফেরার পথে বিপত্তি, ট্রেন ধরতে গিয়ে মৃত যুবক]

শনিবার গভীর রাতে তখন গোটা শহরই ঘুমে আচ্ছন্ন৷ রাত ১টা নাগাদ আচমকাই আগুন লেগে যায় গড়িয়াহাট মার্কেটে। দাউদাউ করে জ্বলতে থাকে একটি ছ’তলা বাড়ি।  ওই বহুতলেই ছিল নামী পোশাকের বিপণি-সহ বেশ কিছু দোকান ও  ফ্ল্যাট। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়৷ খবর পৌঁছায় দমকলে৷ একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৯টি ইঞ্জিন৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শেষ খবর অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত  প্রায় সাড়ে সাত ঘণ্টা কেটে গেলেও এখনও দমকলের পক্ষে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ফলে শাড়ির দোকানের ভিতরে প্রবেশ করে উৎসস্থলে পৌঁছাতে অসুবিধায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। বেশ কয়েকটি দোকানের শাটার কেটে ভিতরে ঢোকার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। দোকানের পাশে থাকা ট্রান্সফর্মায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল আধিকারিকদের৷ তাঁদের দাবি, বাগরির মতো এক্ষেত্রেও ছোট ছোট জায়গায় আগুন জ্বলছে বা পকেট ফায়ারিং হচ্ছে। ওই বহুতলে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন পাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নামী ওই শাড়ির দোকানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল না বলেই দাবি দমকলের৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে৷ 

[ইভিএমের বদলে ব্যালট ফেরানোর দাবি, ব্রিগেডের পর তৈরি বিশেষ কমিটি]

GARIAHAT-FIRE

এদিকে, ওই বহুতলে থাকতেন অন্তত ৪৫ জন। আগুন লাগার পরে বাকি সব বাসিন্দা নেমে এলেও পা ভাঙা থাকায় এক মহিলা আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। পরিবারগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ রাতে ঘটনাস্থলে যান সদ্য দায়িত্ব পাওয়া দমকলমন্ত্রী সুজিত বসু। তদন্ত করে প্রয়োজনে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷ অগ্নিকাণ্ডের  কারণে গড়িয়াহাট মোড়ের রাস্তার একাংশ বন্ধ রেখেছে পুলিশ।

দেখুন ভিডিও:

ছবি ও ভিডিও: পিন্টু প্রধান

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement