ফাইল ফটো
অর্ণব আইচ: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার গভীর রাতে সিঁথি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি পরিত্যক্ত গ্যারাজে আগুন লেগ যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৮টি ইঞ্জিন। ঘটনার সময়ে ওই পরিত্যক্ত গ্যারেজে বেশ কয়েকটি বাস দাঁড়িয়েছিল। সেই বাসগুলির একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। কিন্তু, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
[ফের অটোচালকের দাদাগিরি শহরে, চলন্ত অটোয় ছেলের সামনে মহিলার শ্লীলতাহানি]
উত্তর কলকাতার সিঁথিতে অগ্নিকাণ্ড। সিঁথি থানার খুব কাছেই গোপেশ্বর দত্ত স্কুল। সেই স্কুলের পাশেই রয়েছে গ্যারেজ। গ্যারেজটি দীর্ঘদিন পরিত্যক্ত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার রাত আড়াইটে নাগাদ ওই গ্যারেজে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। গ্যারেজে আশেপাশে বেশ কয়েকটি বস্তি রয়েছে। স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর, একে এক ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৮টি ইঞ্জিন। আসে সিঁথি থানার পুলিশও। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই। তবে গ্যারাজে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসের একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। কিন্তু, কীভাবে আগুন লাগল গ্যারেজে? তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে দমকল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই গ্যারাজে একসময়ে বাস মেরামতির কাজ হত। তবে দীর্ঘদিন ধরেই গ্যারাজটি আর কেউ ব্যবহার করে না। সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরআগেও একবার ওই গ্যারাজে আগুন লেগে গিয়েছিল।
[রবীন্দ্রভারতীর হস্টেলে বিদেশি পড়ুয়াদের পাতে এবার সাপ, ব্যাঙের মাংস]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.