Advertisement
Advertisement

Breaking News

স্বাস্থ্য ভবনের ইলেকট্রিক প্যানেল রুমে আগুন, প্রবল ধোঁয়ায় ছড়াল আতঙ্ক

শর্ট সার্কিট থেকে আগুন, অনুমান দমকলের।

Fire breaks out at Swasthya Bhawan in Salt Lake
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 21, 2018 12:14 pm
  • Updated:August 6, 2019 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সল্টলেকে স্বাস্থ্যভবনে আগুন। প্রবল ধোঁয়ায় ছড়াল তুমুল আতঙ্ক। সকাল সাড়ে দশটা নাগাদ স্বাস্থ্য ভবনে পাঁচ ও ছয়তলার মাঝে ইলেকট্রিকের প্যানেল রুমে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে নিরাপত্তারক্ষীরাই আগুন আয়ত্তে আনেন। পরে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।

[রোগী মৃত্যুতে নার্সিংহোমে ভাঙচুর, গাফিলতির অভিযোগে মারধর চিকিৎসককে]

Advertisement

এক সময়ে অফিসপাড়া বলতে ডালহৌসি আর ধর্মতলাকেই বুঝতেন এ শহরের বাসিন্দারা। কিন্তু, এখন বেসরকারি সংস্থার অফিস তো বটেই, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কার্যালয়ও সল্টলেকে। সেক্টর ফোরে একটি বহুতলে স্বাস্থ্য দপ্তরের অফিস। বহুতলটির নাম স্বাস্থ্য ভবন। এই বহুতলের বসেন স্বাস্থ্য অধিকর্তা-সহ দপ্তরের পদস্থ আধিকারিকরা। সোমবার সকালে স্বাস্থ্য দপ্তরের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। কিছুক্ষণের জন্য কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল স্বাস্থ্যভবনের পাঁচ ও ছয়তলা।

[থানায় ঢুকে ২ এসআইকে মারধর, খুনের হুমকি যুবকের]

ঘড়িতে তখন সকাল সাড়ে দশটা। সবেমাত্র স্বাস্থ্যভবনে আসতে শুরু করেছেন কর্মীরা। আচমকাই পাঁচতলা ও ছয়তলার মাঝে ইলেকট্রিক প্যানেল রুম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজে হাত লাগান স্বাস্থ্যভবনের নিরাপত্তারক্ষীরাই। আগুন অনেকটা আয়ত্তেও চলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। অল্প কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, ইলেকট্রিক প্যানেল কোনওভাবে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। তা থেকে আগুন লেগে যায়। তবে স্বাস্থ্যভবনের নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছে, ইলেকট্রিক প্যানেল রুম থেকে ধোঁয়া বেরতে দেখেছিলেন তাঁরা। আগুনের শিখা চোখে পড়েনি।

[নোটে ভুল বাংলা, অপমানে প্রধানমন্ত্রীর দ্বারস্থ বাঙালি বিজেপি নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement