Advertisement
Advertisement

Breaking News

ফের শহরে বহুতলে আগুন, ভরদুপুরে আতঙ্ক ডালহৌসিতে

মিটার বক্সে আগুন লাগে, প্রাথমিক অনুমান দমকলের।

Fire breaks out at Kolkata commercial complex

ছবিটি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 26, 2017 10:29 am
  • Updated:December 26, 2017 10:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  উৎসবমুখর শহরে আগুন আতঙ্ক। মঙ্গলবার সকালে আর এন মুখার্জি রোডে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো ডালহৌসিতে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, বহুতলের মিটার বক্সে আগুন লাগে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

[স্টিং অপারেশনের টাকার উৎস কী? নারদ প্যাঁচে ম্যাথু স্যামুয়েল]

Advertisement

বড়দিনের উৎসব কাটিয়ে, মঙ্গলবার সকালে ফের অফিসমুখো হয়েছে শহরবাসী। চেনা ছন্দে ‘অফিসপাড়া’ ডালহৌসি। আর এন মুখার্জি রোডের ওই বহুতলটিতেও সবকটি অফিস-ই খোলা ছিল। রোজকার মতোই বহুতলের নিচে দোকানগুলিতে চলছিল কেনা-বেচা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমচকাই বহুতলের মিটার ঘর থেকে ফুলকি বেরোতে দেখা যায়। মুহূর্তে আগুন লেগে যায় বহুতলটিতে। কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও অফিসের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। বহুতল থেকে সকলেই নিরাপদে বের করে আনা হয়। কিন্তু, আগুন নেভাতে গিয়ে বিপাকে পড়েন দমকলকর্মীরা। অভিযোগ, আগুন লাগার পরও বহুতলটি বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে দেরি করে ফেলে সিইএসসি। জল দিলেই ফের মিটার ঘর থেকে ফুলকি বেরোচ্ছিল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকলের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি। কেউ হতাহতও হননি।

[মাত্র ২০ টাকার জন্য কাকার হাতে ‘খুন’ ভাইপো]

ডালহৌসির এই আর এন মুখার্জি রোডটি বেশ ঘিঞ্জি। রাস্তার উপরে পরপর বেশ কয়েকটি বহুতল রয়েছে। প্রতিটি বহুতলের একাধিক সংস্থার অফিস। বহুতলের নিচে সার দিয়ে দোকান। দিনভর এলাকা লোকজনের আনাগোনা লেগেই থাকে। তবে দমকলের তৎপরতায় বড় কোনও অঘটন ঘটেনি।

[বড়দিনে রাস্তায় নেমে শিশুদের পকসো-র পাঠ দিল সান্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement