ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।
ক্ষীরোদ ভট্টাচার্য ও নিরুফা খাতুন: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College Hospital) ফের অগ্নিকাণ্ড। সোমবার বিকেলে হাসপাতালের ১ নম্বর গেটের কাছে হেমাটোলজি বিল্ডিংয়ের দোতলার ল্যাবরেটরিতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। তবে ওই বিল্ডিংয়ে কোনও রোগী না থাকায় বিল্ডিং খালি করার প্রয়োজন হয়নি।
হাসপাতালের হেমাটোলজি বিল্ডিংয়ে সাধারণত রক্ত পরীক্ষা করাতে আসেন রোগীরা। কোনও রোগী সেখানে ভর্তি থাকেন না। তবে সেখানে রক্ত হিমায়িত করে রাখা হয়। তাই তাপমাত্রার তারতম্য করা হয় যান্ত্রিকভাবে। সেখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে কি না তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন।
আগুন লাগার সময় ওই বিল্ডিংয়ে কোনও রোগী ছিল না। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। তবে আগুন লাগার খবর পাওয়ার পর অন্য বিল্ডিংয়ের রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় বলে খবর। অগ্নিকাণ্ড প্রসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী জানিয়েছেন, “হাসপাতালে ল্যাবে আগুন লাগে। সেই সময় সেখানে কেউ ছিলেন না। তাই কাউকে সরাতে হয়নি। আমরা সকলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.