Advertisement
Advertisement

Breaking News

রেস্তরাঁয় আগুন

নামী রেস্তরাঁয় আগুন, সন্ধের আগে জনবহুল পার্ক স্ট্রিটে ছড়াল চাঞ্চল্য

যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷

Fire breaks out at a restaurant in Kolkata's Park Street
Published by: Sayani Sen
  • Posted:May 27, 2019 5:58 pm
  • Updated:May 27, 2019 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের অগ্নিকাণ্ড৷ এবার ঘটনাস্থল পার্ক স্ট্রিট৷ সোমবার বিকেলে নামজাদা রেস্তরাঁয় আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য৷ সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ৷

[ আরও পড়ুন: দীর্ঘক্ষণ লিফটে আটকে ৪ ছাত্রী, গাফিলতির অভিযোগে কাঠগড়ায় নিরাপত্তারক্ষী]

শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট৷ সোমবার বিকালের দিকে ওই এলাকার নামজাদা রেস্তরাঁ ছিল ভিড়ে ঠাসা৷ সেই সময় আচমকাই রান্নার জায়গা থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায়৷ আচমকাই আতঙ্কিত হয়ে পড়েন রেস্তরাঁয় থাকা কর্মী এবং অন্যান্য৷ তড়িঘড়ি খাবারদাবার ছেড়ে রেস্তরাঁ থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়৷ খবর দেওয়া হয় দমকলে৷ এক মুহূর্ত সময় নষ্ট না করেই ঘটনাস্থলে পৌঁছান দমকলের তিনটি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় রেস্তরাঁ ফাঁকা করে দেওয়া হয়৷ শুরু হয় আগুন নেভানোর কাজ৷ আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ তবে এখনও কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে রেস্তরাঁ এবং রেস্তরাঁ লাগোয়া এলাকা৷

Advertisement

[ আরও পড়ুন: কমছে মেধার চর্চা, উচ্চমাধ্যমিকেও শহরকে টেক্কা জেলার পড়ুয়াদের]

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, রেস্তরাঁর রান্নাঘরে থাকা সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ তবে এটাই আসল নাকি অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে৷ রেস্তরাঁর অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ঠিকঠাক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ এর আগে শহরের বহুতল ‘দ্য ৪২’- এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ হতাহতের কোনও খবর না থাকলেও তৈরি হয়েছিল ব্যাপক চাঞ্চল্য৷ এবার একই এলাকায় ফের আগুনের ঘটনায় পার্ক স্ট্রিটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement