অরিজিৎ গুপ্ত, হাওড়া: নবান্নের কাছে অগ্নিকাণ্ড (Fire)। হাওড়ার ওঙ্কারমল জেটিয়া রোডে পূর্ত দপ্তরের অফিসের পিছনদিকে আগুন লাগে বলে খবর। রাজ্যের প্রশাসনিক সদরদপ্তরের কাছে শুক্রবার সন্ধের এই অগ্নিকাণ্ড চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
স্থানীয়সুত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লাগে। রাজ্যের সদর প্রশাসনিক ভবন নবান্নের ঠিক পিছনদিকে পূর্তদপ্তরের অফিসের পাশে সেতুতে নামার একটি রাস্তা রয়েছে। সেখানে জড়ো করে রাখা স্তুপাকৃতি প্রতিমা নির্মাণের কাঠামো ও খড়ে আগুন লাগে। যদিও পূর্তদপ্তরের অফিসটির বাইরেই লেগেছিল আগুন। আগুন নেভানোর কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন। প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
হতাহতের কোনও খবর নেই। খবর পেয়েই ছুটে যান শিবপুর থানার পুলিশ। আগুনের লকলকে শিখা মুহুর্তের মধ্যেই গ্রাস করে পড়ে থাকা কাঠের কাঠামো ও শুকনো খড়। দাহ্যবস্তুর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। নবান্নের কাছে থাকা দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। যারফলে আগুন বিধ্বংসী রূপ নিতে পারেনি। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত,এদিন সকালেই কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার দুপুরে তপসিয়া (Topsia) এলাকার ২৪ নং বাসস্ট্যান্ডের কাছে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা গিয়েছে, ২৪ নং বাসস্ট্যান্ডের কাছেই মজদুরপাড়ার ঝুপড়ি। সেখানে অনেক ঘর-বাড়ি রয়েছে। বহু মানুষের বাস। ফলে জনবহুল এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলবাহিনীকে। আপাতত পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.