Advertisement
Advertisement
Fire

শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা, নিউটাউনে পুড়ে ছাই ২০টি দোকান

ঘটনাস্থলে দমকলবাহিনী দেরি করে পৌঁছায় বলে অভিযোগ।

Fire breaks at a market in New Town police station area
Published by: Sulaya Singha
  • Posted:April 10, 2019 9:01 am
  • Updated:April 10, 2019 9:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক। নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকার বাজারে লাগে আগুন। দাউদাউ করে আগুন জ্বলায় ভস্মীভূত হয়ে যায় এলাকার প্রায় ২০টি দোকান। প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন। 

[আরও পড়ুন: বাড়ির সামনে ‘চৌকিদার চোর হ্যায়’ লেখা ফ্লেক্স জ্বালিয়ে দিলেন বিরক্ত বাবুল]

বুধবার ভোররাত ৪টে ১৫ মিনিট নাগাদ আচমকাই নিউটাউন থানা এলাকার গৌরাঙ্গনগর খালপাড়ের বাজারের দোকানে আগুন লাগতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। যদিও খবর দেওয়ার অনেকক্ষণ পরে দমকলবাহিনী এসে পৌঁছায় বলে অভিযোগ স্থানীয়দের। পুড়ে ছাই হয়ে যায় এলাকার ২০টি দোকান। ব্যবসায়ীদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও হতাহতের কোনও খবর নেই। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলকর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তাঁরা এও জানিয়েছেন, একাধিক দোকানের মধ্যে সিলিন্ডার মজুত থাকায় তা বিস্ফোরণে আগুন আরও দ্রুত ছড়াতে শুরু করে। আর এলাকা জনবহুল হওয়ায় আগুন নেভাতেও সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। এলাকা খালি করে ঘণ্টা দুয়েকের চেষ্টায় শেষমেশ আগুন নেভানো সম্ভব হয়। ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।

Advertisement

দিন কয়েক আগেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ময়দানের শতাব্দী প্রাচীন ওয়াড়ী ক্লাব। দরকারি নথিপত্র থেকে ক্রিকেট কিট, সর্বস্ব আগুনে ভস্মীভূত হয়েছিল। বুধবার ফের অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। কেন বারবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: বিনা নোটিসে হকার উচ্ছেদ রেলের, হাওড়া স্টেশনের সামনে থেকে সরলেন ৫০ জন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement