সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আগুন এসএসকেএম হাসপাতালে৷ সোমবার হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিং-এর ছ’তলায় লাইব্রেরিতে আগুন লেগেছে বলে খবর৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৯টি ইঞ্জিন৷ বেলা ১১টা ১৫ মিনিটে আগুন লাগে, কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক৷ হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম৷ ওই বিল্ডিংয়ের ৭০ জন রোগীকেই নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ আগুন নেভানোর কাজে গতি আনতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পিজি-তে এখন থেকে একটি স্থায়ী অগ্নি-নির্বাপক ব্যবস্থা মজুত রাখা হবে বলে এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ “কোনও রোগীর ক্ষতি হয়নি, এটাই সবচেয়ে ভাল খবর”, বক্তব্য মুখ্যমন্ত্রীর৷
ছ’তলার লাইব্রেরিতে ফলস সিলিংয়ের কাজ চলছিল, সেখান থেকেই আগুন লেগে ছড়িয়ে পড়ে সূত্রের খবর৷ এয়ার কন্ডিশন মেশিন কিংবা শর্ট সার্কিট থেকেও আগুন লেগে থাকতে পারে বলে অনুমান৷ দমকল দেরিতে আশায় বিক্ষোভ দেখান উপস্থিত জনতা৷ গোটা হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ রোনাল্ড রস বিল্ডিং-এর ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থ মজুত ছিল৷ ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ সপ্তাহের প্রথমদিন হাসপাতালে বহু সংখ্যক রোগীও ছিলেন বলে জানা গিয়েছে৷ আতঙ্ক ছড়িয়েছে রোগীর আত্মীয়দের মধ্যে৷ তবে আগুন এখন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর৷ দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে লালবাজারের স্পেশ্যাল রিজার্ভ ফোর্সও৷ আগুন লাগার ঘটনায় কারও গাফিলতি না অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন হাসপাতালের কর্মীরাও৷ হাসপাতালের আশেপাশে যান চলাচল বিঘ্নিত হয়েছে বলে সূত্রের খবর৷ দমকলকর্মীরা বিল্ডিংয়ের ভিতরে ঢোকার চেষ্টা শুরু করছেন বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.