Advertisement
Advertisement
আগুন

যদুবাবুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রসিদ্ধ ভুজিয়ার দোকান

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি৷

Fire at South Kolkata's Jadubabur Bazar, four fire at the spot
Published by: Tanujit Das
  • Posted:May 11, 2019 9:34 am
  • Updated:May 11, 2019 9:34 am  

অর্ণব আইচ: দক্ষিণ কলকাতার ভবানীপুরের যদুবাবুর বাজারে বিধ্বংসী আগুন৷ শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাজার এলাকার সাধারণ মানুষের মধ্যে৷ একটি ভুজিয়ার দোকান ও গুদামে আগুন লাগে বলে দমকল সূত্রে খবর৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ কোনও হতাহতের ঘটনা ঘটেনি৷

[ আরও পড়ুন: ভোটারদের তীব্র গরম থেকে বাঁচাতে প্রতিটি বুথে ছাউনির ব্যবস্থা করছে কমিশন ]

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরের দিকে ওই দোকানে আগুন লাগে৷ দাউদাউ করে দোকানের ভিতর থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখেন বাজারের লোকজন৷ ছড়িয়ে পড়ে উত্তেজনা৷  প্রাথমিক পর্যায়ে তাঁরাই আগুন নেভানোর কাজ শুরু করেন৷ খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন৷ তৎপরতার সঙ্গে তাঁরাও আগুনকে আয়ত্তে আনার চেষ্টা করেন৷ কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন আয়ত্তে আসে৷ দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে৷ তাঁদের অভিযোগ, দোকানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলেও তা কাজ করেনি৷ তবে আগুন লাগার সময় দোকানের ভিতরে কোনও মানুষ না থাকায় এবং আগুন আশপাশের দোকানে ছড়িয়ে না পড়ায়, বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা৷

[ আরও পড়ুন: ভোটের জন্যই শহরে এসেছিল বাজেয়াপ্ত কোটি টাকা, জানালেন গোয়েন্দারা ]

তবে এই প্রথম নয়, এর আগেও যদুবাবুর বাজারে আগুন লেগেছিল৷ বাগরি কাণ্ডের মধ্যেই ওই এলাকার এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে আগুন লেগেছিল৷ ভস্মীভূত হয়ে গিয়েছিল দোকানের একটা বড় অংশ৷ বাগরি মার্কেট ও গড়িয়াহাট মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর শহরের অন্যান্য মার্কেট ও বড়বড় দোকানগুলির অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে কড়া অবস্থান নিয়েছে কলকাতা কর্পোরেশন৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, তাঁদের অগ্নি নির্বাপণ ব্যবস্থা সুসংগঠিত করার নির্দেশ দিয়েছিল প্রশাসন৷ তবে প্রশাসনের নির্দেশের পরেও যে তেমন কোনও কাজ হয়নি শনিবারের ঘটনাই তার প্রমাণ বলে দাবি করছেন অনেকেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement