Advertisement
Advertisement

ফের আগুনের গ্রাসে হাসপাতাল, এবার শম্ভুনাথ

দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে৷ আতঙ্কিত রোগী ও রোগীর আত্মীয়রা৷

Fire at Shambhunath Pandit hospital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2016 1:17 pm
  • Updated:August 29, 2016 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের পর এবারে খাস কলকাতা৷ আগুনের গ্রাসে শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল৷ এদিন বেলা বারোটা নাগাদ আগুন লাগে হাসপাতালের প্রশাসনিক ভবনে৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷

দমকল সূত্রের খবর, প্রশাসনিক ভবনের একটি সেমিনার রুমে আগুন লাগে৷ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এসি শর্ট সার্কিট হওয়ার ফলেই আগুন লাগে বলে৷ ঘটনার সময় রোগীদের ভিড়ে প্রায় ভর্তি ছিল শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল চত্বর৷ আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়৷ বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় হাসপাতালের আউটডোর৷ পরে পরিস্থিতি নিযন্ত্রণে এলে ফের আউটডোর চালু করে দেওয়া হয়৷

Advertisement

শনিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুনে ৩ জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে কয়েকমাসের শিশুও রয়েছে৷ আতঙ্কিত মানুষের বাইরে যাওয়ার তাড়ায় আহত হন আরও অনেকে৷ সেই আতঙ্কের ছায়াই এবারে ফিরে এল খাস কলকাতার এই হাসপাতালে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement