Advertisement
Advertisement

Breaking News

মেডিক্যালের পর শিয়ালদহের ইএসআই হাসপাতালের ফার্মাসিতে আগুন

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷

Fire at Sealdah ESI Hospital
Published by: Tanujit Das
  • Posted:October 26, 2018 10:02 am
  • Updated:October 26, 2018 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কলকাতার সরকারি হাসপাতালের ফার্মাসিতে আগুন৷ মেডিক্যাল কলেজের পর একই ঘটনার পুনরাবৃত্তি হল শিয়ালদহের ইএসআই হাসপাতালে৷ বৃহস্পতিবার রাতে আগুন লাগে ওই হাসপাতালের ফার্মাসিতে৷ ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন৷ দমকল কর্মীদের তৎপরতায় আধ ঘণ্টার কিছু বেশি সময়ে আগুন আয়ত্তে আসে বলে খবর৷ কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও, আতঙ্কের সৃষ্টি হয়৷ কীভাবে আগুন লাগল সেই বিষয়ে স্পষ্ট করে কোনও তথ্য পেশ করতে পারেনি দমকল৷ অনুমান, নষ্ট হয়ে গিয়েছে প্রচুর ওষুধ৷ যাদের মধ্যে অনেক দুর্মূল্য ওষুধ ছিল বলেও মনে করা হচ্ছে৷ ফলে ওষুধের আকাল তৈরি হতে পারে বলে আশঙ্কায় ভুগছেন রোগীর আত্মীয়রা৷

[অনলাইনে বিপত্তি, মোবাইলের বদলে হাতে এল ভাঙা পাওয়ার ব্যাংক]

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎই হাসপাতালের ফার্মাসি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়৷ আতঙ্ক তৈরি হয় হাসপাতাল কর্মী ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে৷ প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান সাধারণ মানুষ৷ খবর দেওয়া হয় দমকলে৷ জানা গিয়েছে, তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ আধঘণ্টার কিছু বেশি সময়ে আগুন আয়ত্তে আনতে সক্ষম হন দমকল কর্মীরা৷ সূত্রের খবর, কাউকেই এখনও ওই ফার্মাসির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর৷ কোনও পকেট ফায়ার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ যেহেতু ফার্মাসিতে আগুন লাগে, ওষুধের বিভিন্ন কেমিক্যালের সাহায্যে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হয়৷ কিন্তু দমকলের তৎপরতায় সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই থাকে৷ আগুন লাগলে রোগীর পরিবারের লোকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়৷ তবে এই দুর্ঘটনা কলকাতা মেডিক্যাল কলেজের মতো বড় আকার ধারণ করেনি৷ এমনকী, কোনও রোগীকে কেবিনের বাইরেও নিয়ে আসতে হয়নি৷ কেবল আতঙ্কই ছড়ায়৷ ফার্মাসিতে এই আগুনের ফলে ওষুধের আকাল পড়ার একটা সম্ভাবনা থাকছে বলেই জানাচ্ছেন অনেক রোগীর বাড়ির সদস্যরা৷ ফলে চিন্তার ভাঁজ পড়েছে তাঁদের কপালে৷

[পদপিষ্টের পর এবার চালের বস্তায় চাপা পড়ার আশঙ্কা, আতঙ্কে যাত্রীরা]

যদিও এই দুর্ঘটনার প্রভাব কতটা চিকিৎসায় পড়বে সেই বিষয়ে এখনই বিস্তারিত কোনও তথ্য দিতে পারেননি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অনন্ত বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, কিছু ওষুধ নষ্ট হয়ে গেছে। তবে এর প্রভাব কী হতে পারে সেই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না৷ অগ্নিকাণ্ডের  কারণ এখনও জানতে পারেনি পুলিশ ও দমকল৷ তবে চলছে তদন্ত৷ পুজোর আগেই কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে বিধ্বংসী আগুন দেখেছিল শহরবাসী৷ সেক্ষেত্রেও ফার্মাসিতে আগুন লাগে৷ আগুনের গ্রাসে চলে যায় বিপুল অঙ্কের ওষুধ৷ আগুনের রেশ পৌঁছে যায় হাসপাতালের গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ে৷ সেখান থেকে কার্যত হাসপাতালের বাইরে নিয়ে আসা হয় অনেক জটিল রোগগ্রস্ত ও মরণাপন্ন রোগীকে৷ দমকলের চেষ্টায় কোনওক্রমে নিয়ন্ত্রণে আসে আগুন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement